ডার্বির সময় ঘোষণা, সেই তো 'রাত' হলই! মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা বাড়ল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kolkata Derby: জল্পনার অবসান। ব্রিগেডের দিনেই ডার্বি। ১০ মার্চ কলকাতাতেই হচ্ছে আইএসএলের ডার্বি। তবে সময় পরিবর্তন। সাড়ে সাতটার খেলা শুরু হবে রাত্রি সাড়ে আটটায়।
কলকাতা: জল্পনার অবসান। ব্রিগেডের দিনেই ডার্বি। ১০ মার্চ কলকাতাতেই হচ্ছে আইএসএলের ডার্বি। তবে সময় পরিবর্তন। সাড়ে সাতটার খেলা শুরু হবে রাত্রি সাড়ে আটটায়।
গতকাল প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল নটায় শুরু হবে ডার্বি। তবে টেলিভিশন টাইমিং নিয়ে একটু সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত সাড়ে আটটায় ডার্বির সময় চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন- বাজপাখিও ফেল! ডব্লুউপিএলে রিচা ঘোষের অবিশ্বাস্য ক্যাচ, জয় আরসিবির
ডার্বি নিয়ে সমস্যা চলছিল প্রথম থেকেই। আইএসএলের প্রথম পর্বের ডার্বি পিছিয়ে যায় ওডিআই বিশ্বকাপের জন্য। দ্বিতীয় পর্বের ডার্বি নিয়েও জটিলতা তৈরি হয়। আর সেটা হয়েছিল তৃণমূলের সভার জন্য।
advertisement
advertisement
পর্যাপ্ত পুলিশকর্মী দেওয়া যাবে না, জানানো হয়েছিল পুলিশের তরফে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল, বিধাননগর পুলিশ কমিশনারেট ও এফএসডিএল-এর আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ মার্চ কলকাতা ডার্বি। তবে সময়ে পরিবর্তন হল।
৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের ম্যাচ। তার পর তারা খেলবে সরাসরি ডার্বিতে। গোয়া থেকে খেলে ফেরার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা বিশ্রামের জন্য যথেষ্ট সময় পাবেন। অন্যদিকে, ১লা মার্চের পর আবার ১০ তারিখ ডার্বিতে খেলবে মোহনবাগান। ফলে তাদেরও সমস্যা রইল না আর।
advertisement
আরও পড়ুন- ইতিহাস তৈরি করল ভারতীয় টেবিল টেনিস দল, প্রথমবার অলিম্পিক্সে পুরুষ ও মহিলা দল
রাত নটা, সাড়ে সাতটা- বারবার বিভিন্ন সময়ে ডার্বি হবে বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত রাত সাড়ে আটটায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে তাতেও কিন্তু অনেকটাই রাত করেই শুরু হচ্ছে ডার্বি। ফলে মফঃস্বল থেকে যাঁরা ম্যাচ দেখতে আসবেন তাঁরা কি সমস্যায় পড়বেন না! প্রশ্ন কিন্তু থাকছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 4:45 PM IST