Olympics 2024: ইতিহাস তৈরি করল ভারতীয় টেবিল টেনিস দল, প্রথমবার অলিম্পিক্সে পুরুষ ও মহিলা দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Olympics 2024: প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা ও শরতরা। ইতিহাসে এই প্রথমবার ভারতীয় পুরুষ ও মহিলা দুই দলই যোগ্যতা অর্জন করল অলিম্পিকের জন্য।
টেবিল টেনিসে সাম্প্রতিক সময়ে বারবার দেশের নাম উজ্জ্বল করেছেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। এবার আরও এক সাফল্যের পালক যোগ হল বাংলার মেয়ের মুকুটে। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা ও শরতরা। ইতিহাসে এই প্রথমবার ভারতীয় পুরুষ ও মহিলা দুই দলই যোগ্যতা অর্জন করল অলিম্পিকের জন্য।
সম্প্রতি ভারতীয় টেবিল টেনিস দল অংশ নিয়েছিল বুসানে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। সেখানে গ্রুপ লিগে চিন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের কাছে হারলেও নিউ জিল্যান্ড ও চিলিকে হারিয়ে তিন নম্বরে শেষ করে প্লে অফে উঠেছিল। প্লে অফে কাজাকাস্তানকে ৩-০ হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছিলেন শরত কমল-রা। এরপর অবশ্য প্রি কোয়ার্টারে ভারতীয় পুরুষ দল ০-৩ হারিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে। সেখানে ঐহিকা মুখোপাধ্যায়-মনিকা বাত্রারা কোয়ার্টার ফাইনালে ওঠেন।
advertisement
বুসানে আশা মতন সাফল্য না আসায় চিন্তা একটু ছিল। অলম্পিক্সের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে থাকা প্রথম ১৬টি দল সুযোগ পায়। সদ্য প্রকাশিত ক্রম তালিকায় ভারতীয় পুরুষদের দলের র্যাঙ্কিং ১৫। মহিলাদের দলের র্যাঙ্কিং ১৩। সেই সুবাদেই প্যারিসের টিকিট পাকা করে ফেলে ভারতীয় পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মোট পাঁচটি বিভাগে হতে চলেছে টেবিল টেনিস প্রতিযোগিতা। ১.পুরুষদের সিঙ্গলস, ২.মহিলাদের সিঙ্গলস, ৩. মিক্সড ডবলস, ৪. পুরুষদের দলগত, ৫. মহিলাদের দলগত বিভাগ। ভারত পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব পাঠাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 10:55 AM IST