East Bengal vs Mohun Bagan: আরও এক চ্যালেঞ্জ! শনিবার কার্লোস কুয়াদ্রাতের সামনে ইতিহাস বদলের লড়াই, স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল ফ্যানেরা

Last Updated:

East Bengal vs Mohun Bagan: শনিবার আইএসএএলের প্রথম পর্বের ডার্বি। সেখানে নতুন চ্যালেঞ্জ নিয়ে নামতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের দল। কার্লোস স্যারের জাদুকাঠির ছোঁয়াতেই আইএসএলে প্রথম ডার্বি জয়ের স্বপ্ন বুনছে লাল-হলুদ জনতা।

কলকাতা: খারাপ সময় কাটিয়ে ইস্টবেঙ্গলে হয়েছে নতুন সূ্র্যোদয়। ডুরান্ড কাপের ডার্বি জয় থেকেই বোঝা গিয়েছিল এই দলটা অন্যান্য বারের থেকে আলাদা। ডুরান্ড ফাইনাল হারলেও সুপার কাপে ফের মোহনবাগানকে হারানো তারপর ১২ বছর পর ট্রফি জয়। লাল-হলুদের ফিরে আসার, ফ্যানেদের স্বপ্নপূরণের কান্ডারির নাম কোচ কার্লোস কুয়াদ্রাত। শনিবার আইএসএএলের প্রথম পর্বের ডার্বি। সেখানে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের দল।
তিনি কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যে দলটার পরিবর্তন হয়েছে ফলাফলই তার প্রমাণ। এক যুগ পর যার হাত ধরে লেসলি ক্লডিয়াস সরণীতে ট্রফি এসেছে, সেই কুয়াদ্রাত স্যারের কাছে ফ্যানেদের আরও একটা আবদার। তা হল আইএসএল ডার্বি জয়। বিগত মরশুমগুলিতে  আইএসএল খেললেও এখনও এই প্রতিযোগিতায় চির প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি লাল-হলুদ ব্রিগেড। শনিবার সেই জয়ই দেখতে চাইছে লাল-হলুদ জনতা।
advertisement
মেগা ম্যাচে নামার আগে দল আত্মবিশ্বাসী। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আবার দুঃখের কারণ হতে পারে। তাই ফুটবলারদের মাটিতে পা ফেলে চলার পরামর্শ দিয়েছেন কুয়াদ্রাত। কারণ সুপার কাপে থাকা দুই বিদেশী বোরহা হারেরও সিভেরিও চলে গিয়েছেন। নততুন ২ বিদেশী সই করলেও এই ডার্বিতে খেলা হচ্ছে না। সেই জায়গায় ৪ বিদেশী হল ক্লেটন সিলভা, হিজাজি মাহের, হোসে পারদো এবং সাউল ক্রেসপো। প্রথম একাদশে এরাই থাকবে।
advertisement
advertisement
এছাড়া নাওরেম মহেশ যোগ দিয়েছেন দলের সঙ্গে। নন্দকুমার, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, অজয় ছেত্রী, গিলদের উপরই ভরসা করতে হচ্ছে কার্লোস কুয়াদ্রাতকে। তবে খাদের কিনারা থেকে বললে ভুল হবে, খাদের অতল গহ্বর থেকে ইস্টবেঙ্গলকে দলকে যেভাবে দাঁড়ি করিয়েছেন স্প্যানিশ কোচ তা কুর্নিশযোগ্য। শনিবারও কার্লোস স্যারের জাদুকাঠির ছোঁয়াতেই আইএসএলে প্রথম ডার্বি জয়ের স্বপ্ন বুনছে লাল-হলুদ জনতা।
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: আরও এক চ্যালেঞ্জ! শনিবার কার্লোস কুয়াদ্রাতের সামনে ইতিহাস বদলের লড়াই, স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল ফ্যানেরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement