Kolkata Derby: জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা

Last Updated:
এভাবেই ম্যাচে লড়াই হয়েছে নৈহাটিতে
এভাবেই ম্যাচে লড়াই হয়েছে নৈহাটিতে
কলকাতা: বড়রা যেটা করতে পারেনি, সেটাই করে দেখাল ইস্টবেঙ্গলের ছোটরা। জুনিয়র কলকাতা ডার্বিতে গোলশূন্য শেষ হল ম্যাচ। ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে যা এই মুহূর্তের পরিস্থিতি বিচার করলে স্বস্তির। একদিকে যখন সিনিয়র ফুটবলে গত চার বছর ধরে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল, তখন তাদের ছোটদের লড়াই মনে রাখতেই হবে।
আইএসএলের এই মরসুমে দু’টি ডার্বিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। হকি লিগের প্রথম ডার্বি জিতেছে মোহনবাগান। সেই ম্যাচে তুমুল গন্ডগোল হয়। মাঠে ইট পড়ে। প্রথম দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে আবার খেলা হয়। সেই ম্যাচে জেতে মোহনবাগান। কিন্তু সবুজ-মেরুনের বিরুদ্ধে ম্যাচে প্রভাব খাটানোর অভিযোগ তুলে ফিরতি ডার্বিতে আর নামেনি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - HOT WWE Divas: ছুঁলেই ৪৪০ ভোল্ট! এই মহিলা কুস্তিগীরদের দেখলেই নিজেকে সামলানো দায়
তাতে অবশ্য মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। অবশেষে পঞ্চম বার পড়শি ক্লাবকে আটকে দিল ইস্টবেঙ্গল। রিলায়্যান্স ডেভেলপমেন্ট লিগে এই ডার্বি নিয়ে উত্তাপ ছিল। কারণ, কিছু দিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন সবুজ-মেরুনের বড়রা। ছোটদের কাছেও জয়ের আশা করেছিলেন সমর্থকরা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
advertisement
advertisement
তার মধ্যেই কিয়ান নাসিরিরা কয়েকটি সুযোগও পান। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি।অনূর্ধ্ব-২১ ডার্বি গোলশূন্য শেষ হল। যদিও এই ম্যাচেও মোহনবাগান জিততে পারত। শেষ দিকে পেনাল্টি নষ্ট করেন বাগান ফুটবলার টেরিনা নামতে। শেষ দিকে পেনাল্টি পায় মোহনবাগান। নামতের নেওয়া শট শরীর ছুড়ে বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র। ফিরতি বল থেকেও গোলের সুযোগ ছিল। মোহনবাগানের সুহেল ভট্টের শট আরও এক বার বাঁচান আদিত্য। তবে এর ফলে কিছুটা স্বস্তি পাবেন লাল হলুদ সমর্থকরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Derby: জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement