পৃথিবীর সেরা ক্লাবের তালিকায় ইস্টবেঙ্গল! বার্সেলোনার বিরাট সম্মান লাল-হলুদকে, গর্ব হবে

Last Updated:

East Bengal: পৃথিবী বিখ্যাত ক্লাবগুলির সঙ্গে এবার ইস্টবেঙ্গল। বাঙালি হিসেবে গর্ব হবে।

কলকাতা: বিশ্বের সেরা ক্লাবের তালিকায় ইস্টবেঙ্গল। এবার স্প্যানিশ জায়ান্ট ক্লাব বিশেষ সম্মান দিল কলকাতার অন্যতম প্রধান ক্লাবকে। বাঙালি হিসেবে যা শুনে আপনারও গর্ব হবে।
সম্প্রতি বার্সেলোনার তরফে একটি ভিডিও লোগো প্রকাশ করা হয়েছে। সেই লোগোর তালিকায় রয়েছে ইস্টবেঙ্গল। বিশ্বের তাবড় তাবড় সব ক্লাবগুলি সেই লোগোর সমাবেশে জায়গা পেয়েছে। আর সেখানেই জায়গা করে নিয়েছে কলকাতার লাল-হলুদ ক্লাব।
বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো নামী ক্লাবগুলির লোগো জায়গা পেয়েছে সেই ভিডিওতে। সেখানে বিশ্বের সব নামী ক্লাবগুলির সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গলের লোগো। যে কোনও বাঙালির কাছে যা গর্বের।
advertisement
advertisement
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে এলেন দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডার! উত্তেজনায় কাবু লাল হলুদ
বার্সেলোনার সেই লোগোর সমাবেশে মোহনবাগানের লোগো দেখা যায়নি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বাগান সমর্থকরা। ভারতসেরা ক্লাবের লোগো না থাকায় অনেকে আবার সমালোচনাও করেছেন। তবে নিজেদের প্রিয় ক্লাবের লোগো সেই ভিডিওতে দেখে আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা।
কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিং-এর খবর প্রকাশিত হয়েছিল। মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছিলেন। ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা শিলিগুড়িতে গিয়েছিলেন। সেখানে ভাল সাড়া পেয়েছেন তাঁরা।
advertisement
ত্রিপুরা, গুয়াহাটি ও বাংলাদেশেও যাওয়ার কথা তাঁদের। ক্রাইড ফান্ডিং-এ সেখানেও সাড়া মিলবে বলে আশা করছেন ইস্টবেঙ্গল কর্তারা। দেশের বেশ কিছু শহরে ক্রাউড ফান্ডিং-এর জন্য ঘুরবেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পৃথিবীর সেরা ক্লাবের তালিকায় ইস্টবেঙ্গল! বার্সেলোনার বিরাট সম্মান লাল-হলুদকে, গর্ব হবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement