মোহনবাগানে আসার সম্ভাবনা বিখ্যাত স্প্যানিশ ফুটবলারের, দ্রুত ঘোষণা করা হবে দুই ভারতীয় তারকার নাম
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: আলবার্তো কুইলস নামের এক স্প্যানিশ ফুটবলারকে নাকি ভেতর ভেতর দলে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়ান্ট। বয়স ২৮। উইং খেললেও গোল করতে পারেন স্পেনের তৃতীয় ডিভিশনে খেলা এই ফুটবলারটি। তার সঙ্গে চুক্তি হবে কিনা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এদিকে আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা এবং অস্ট্রেলিয়ার জেসন কামিংস মোহনবাগানে নিশ্চিত হয়ে গেলেও সরকারিভাবে তাদের নাম ঘোষণা করা হয়নি এখনও।
মনে করা হচ্ছে আগামী ৪/৫ দিনের মধ্যে এদের নাম একসঙ্গে ঘোষণা করা হবে। এএফসি কাপ দিয়ে নতুন মরশুম শুরু করবে মোহনবাগান ক্লাব। তার আগে কোচের সঙ্গে চুক্তির অধ্যায়টা সেরে ফেলল ক্লাব। সফল কোচের হাত ধরেই ১৫ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান প্লেয়াররা। জুয়ানের উপরেই আস্থা রাখল মোহনবাগান। আরও এক বছর জুয়ান ফেরান্দোর কোচিং-এ এগিয়ে যাবে সবুজ-মেরুন ব্রিগেড।
advertisement
চ্যাম্পিয়ন কোচ জুয়ান ফেরান্দো যে মোহনবাগানেই থাকছেন তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তাঁর কোচিংয়েই গত আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার দল। আর তার পুরস্কার স্বরূপ আরও এক বছরের জন্য দলের দায়িত্বে থাকছেন তিনি। মোহনবাগানে আরও একটা বছর থাকতে পেরে বেশ খুশি ফেরান্দো। টুইটারে দারুণ একটি ভিডিয়ো প্রকাশ করে জুয়ানের খবর সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে মোহনবাগান। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
Head coach Juan Ferrando shares his mindset after signing the extension!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/JW22EciHee
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 13, 2023
গত মরশুমে স্প্যানিশ কোচের হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। লিগ শিল্ড না জিতলেও জুয়ানের হাত ধরে ট্রফি এসেছিল ঘরে। তাই ফেরান্দোর উপরেই আস্থা রাখল মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট। এবছর আইএসএলের লিগ শিল্ড জেতার লক্ষ্যে ঝাঁপাতে চায় মোহনবাগান। ফেরান্দোর হাতে আরও শক্তিশালী দল তুলে দিতে চাইছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।
advertisement
সেই মতো দলগঠনেও জোর দিচ্ছেন কর্তারা। কলকাতা লিগে মোহনবাগানের কোচিং করাবেন বাস্তব রায়। মূলত ডেভলেপমেন্ট টিমের ফুটবলাররাই খেলবেন কলকাতা লিগে। নতুন মরশুমে ফেরান্দোর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে এএফসি কাপ। আসন্ন মরশুমে দল নিয়ে বড় আপডেট দিয়েছেন জুয়ান।
তিনি বলেন, ‘\মোহনবাগানের ভাবনা হচ্ছে প্রতিবছর আরও উন্নতি করা ও আরও বেশি সাফল্য পাওয়া। এবার আরও শক্তিশালী দল তৈরি হচ্ছে। গতবারের মতো এবারও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। এছাড়াও লক্ষ্য থাকবে এঅফসি কাপে ভালো করা। আমাদের সব প্লেয়াররা ১৫ জুলাইয়ের মধ্য চলে আসছে যে কারণে ওই দিন থেকেই অনুশীলন শুরু হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 12:36 PM IST