East Bengal : সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য! চুক্তির দিন ঘোষণা করে দিল ইমামি

Last Updated:

চুক্তি প্রক্রিয়ার কাজ সম্পূর্ন হলে দুপক্ষের স্বাক্ষরের দিনই সাংবাদিক সম্মেলন করার ভাবনাও রয়েছে ইমামির।

#কলকাতা: এমনটা হতে চলেছে ইঙ্গিত পাওয়া গিয়েছিল একদিন আগেই। নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ যখন তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের হাতে, তখন সেখানেই ছিলেন ইমামির ডিরেক্টর রাধেশ্যাম গোয়েঙ্কা। তাকেও পুরস্কার দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার ইনভেস্টর সরকারিভাবে জানিয়ে দিল তাদের সঙ্গে সরকারি চুক্তি হবে ইস্টবেঙ্গল ক্লাবের আগামী ২ আগস্ট। তবে কোথায় এবং কখন সই করা হবে সেটা কদিন পর জানানো হবে।
advertisement
ক্লাব এবং লগ্নিকারী দুপক্ষই চুড়ান্ত চুক্তিপত্রে কোনও খামতি রাখতে চাইছে না। ফলে সময় লাগলেও তাতে আপত্তি ছিল না দুই পক্ষের। এদিকে সদস্য সমর্থকরা দলগঠন প্রক্রিয়া থেমে রয়েছে বলে চিন্তিত ছিলেন। তবে দীর্ঘ মেয়াদী চুক্তিতে তাড়াহুড়ো করতে চাইছিল না কোনও পক্ষের কর্তারাই। ইমামি কর্তৃপক্ষ মানছেন সদস্য সমর্থকদের চিন্তিত হওয়ার কারণ রয়েছে। যদিও ক্লাব চাইছে, চুক্তির কাগজ তৈরির কাজ চলার পাশাপাশি দলগঠনের কাজটাও চলতে থাকুক। কিন্তু তারা অন্যভাবে ভাবছে।
advertisement
চুক্তি প্রক্রিয়ার কাজ সম্পূর্ন হলে দুপক্ষের স্বাক্ষরের দিনই সাংবাদিক সম্মেলন করার ভাবনাও রয়েছে ইমামির। ইতিমধ্যেই ব্রিটিশ ম্যানেজার স্টিফেন কনস্ট্যানটাইন এবং কেরলের বিনো জর্জকে বেছে নিয়েছে লাল হলুদ। স্টিফেন অতীতে জাতীয় দলের ম্যানেজার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আর জর্জ ভারতীয় ফুটবলে প্রচুর নতুন প্রতিভা তুলে এনেছেন।
গোকুলামকে চ্যাম্পিয়ন করেছেন, সন্তোষ ট্রফি জয় করেছেন কেরলের হয়ে। তিনি সঙ্গে করে তিনজন ফুটবলার নিয়ে আসছেন। এবার বাজেটের দিক থেকে সমস্যা নেই ইস্টবেঙ্গল দলের। ইতিমধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস সই করেছেন লাল হলুদে। আরো কয়েকজন বিদেশি ফুটবলার তাড়াতাড়ি সই করবে। হাতে সময় কম। সামনেই ডুরান্ড কাপ। প্রথম ম্যাচ কলকাতা ডার্বি। তাই কাজটা কঠিন শতাব্দী প্রাচীন ক্লাবের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য! চুক্তির দিন ঘোষণা করে দিল ইমামি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement