East Bengal : বুধবার মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা, চমক পঞ্চপান্ডবের মূর্তি

Last Updated:

East Bengal archive to be inaugurated by Mamata Banerjee on Wednesday. বুধবার মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা, চমক পঞ্চপান্ডবের মূর্তি

ময়দানের নতুন গর্ব হতে চলেছে লাল হলুদের সংগ্রহশালা
ময়দানের নতুন গর্ব হতে চলেছে লাল হলুদের সংগ্রহশালা
#কলকাতা: ক্যাফেটেরিয়া থেকে নিজেদের জিম এবং লিফট, ময়দানে এমন অনেক জিনিস বাকিদের থেকে প্রথম করেছে ইস্টবেঙ্গল। এবার ক্লাবের ইতিহাস তুলে ধরার জন্য তাদের সংগ্রহশালা তৈরীর ব্যবস্থাও বাকিদের থেকে কিছুটা হলেও এগিয়ে। আগামী বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন হতে চলেছে রাজা সুরেশ চন্দ্র চৌধুরি মেমোরিয়াল আর্কাইভে’র।
আরও পড়ুন - Achintya Sheuli : একাধিক সংবর্ধনা পাচ্ছেন বাংলার অচিন্ত্য, নজর কিন্তু প্যারিসে সোনার পদকেই
হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে স্বাধীনতা দিবসের আগে থেকেই লাল-হলুদ তাঁবুতে সাজো সাজো রব। ক্লাব সাজানো হয়েছে আলো দিয়ে। এমন সংগ্রহশালা কলকাতার কোনও ক্লাবে এই প্রথম। ক্লাবের সঙ্গে জড়িত বিভিন্ন পুরনো জিনিস থাকবে সেখানে।
advertisement
ক্লাব সহ-সচিব রূপক সাহা সাংবাদিক বৈঠকে জানালেন, পুরনো দিনের খেলার ভিডিয়ো যেমন সংগ্রহশালায় থাকবে, তেমনই খেলোয়াড়দের জার্সি, বুট-সহ একাধিক জিনিস রাখা থাকবে। ক্লাবের সম্পর্কিত বিভিন্ন বই, তথ্য, সংবাদপত্রের প্রতিবেদনও রাখা হবে। ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পঞ্চপাণ্ডবের মূর্তি থাকবে সংগ্রহশালাতে।
advertisement
বেঙ্কটেশ, সালে, আপ্পারাও, ধনরাজ এবং আমেদ খান। লাল হলুদের ইতিহাসের সোনালী অধ্যায়। পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও। দেবব্রত জানিয়েছেন, খেলোয়াড়, রাজনীতি, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষকে বুধবারের অনুষ্ঠানে ডাকা হবে।
advertisement
গ্যালারির একটা অংশে দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। যাঁদের কাছে ক্লাবের সদস্য কার্ড রয়েছে, তাঁরা সেটি দেখিয়ে ঢুকতে পারেন। বাকিদের আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে। দেবব্রতের আশা, অন্তত হাজার দেড়েক মানুষ অনুষ্ঠান দেখতে পারবেন। নিরাপত্তার কারণেই এর থেকে বেশি দর্শককে ঢুকতে দেওয়া যাবে না।
উদ্বোধনের পরের দিন থেকেই এই সংগ্রহশালা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। দুপুর দুটো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে। কোনও ছাত্র, গবেষক বা অন্য কেউ যদি এই কোনও জিনিস ব্যবহার করতে চান, লিখিত আবেদনের ভিত্তিতে সেই অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ডুরান্ড কাপের কথা মাথায় রেখে জোরদার প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল। বাকি বিদেশিরাও তাড়াতাড়ি এসে পড়বেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : বুধবার মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা, চমক পঞ্চপান্ডবের মূর্তি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement