'আমাদের করোনা, মোমো বলেছে', ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে! বিরাট ঝামেলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
East Bengal vs North East: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ।
কলকাতা: ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। নর্থ ইস্টের সমর্থকরা লাল-হলুদ ফ্যান-দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ করলেন। আরও একবার কলকাতা ফুটবলে লাগল কালো দাগ!
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে ম্যাচের মাঝে দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। দুই দলের সমর্থকরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আরও পড়ুন- ‘নাগিন ডান্স’ জারি থাকবে বাংলাদশ-শ্রীলঙ্কা ম্যাচে? উত্তর দিলেন শাকিব আল হাসান
বর্ণবিদ্বেষের অভিযোগ করেছেন নর্থ ইস্টের সমর্থকরা। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গলের সমর্থকদের সঙ্গে তাঁদের বিরাট ঝমেলা বাঁধে। ওই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
\
ওই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত লাল-হলুদ নির্ধারিত সময়ে ড্র করে। তার পর টাইব্রেকারে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। প্রথমে কথা কাটাকাটি। তার পর বর্ণবিদ্বেষী মন্তব্য। শেষে ইটবৃষ্টির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি।
পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নর্থ ইস্টের সমর্থকদের সেনাবাহিনী এসকর্ট করে গ্যালারির বাইরে নিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন, আগে নর্থ ইস্টের সমর্থকরা কুকথা বলতে শুরু করেছিলেন। তার পর ইস্টবেঙ্গল সমর্থকরা পাল্টা দেন।
advertisement
‼️TERRIBLE: Northeast United Fans allegedly received violent showers of ‘stones, shoes’ & racial slurs after the team was defeated by East Bengal FC in the #DurandCup2023 Semi-Finals.
: READ
In an intense tussle between football lovers in the Durand Cup 2023, the fans of… pic.twitter.com/SsUJ1ucTBL
— truth. (@thetruthin) August 30, 2023
advertisement
প্রতক্ষদর্শীদের আরেক দল বলেন, ইস্টবেঙ্গল সমর্থরা গ্যালারির আপার টায়ার থেকে নর্থ ইস্ট সমর্থকদের লক্ষ্য করে ক্রমশ আজেবাজে কথা বলতে থাকেন। তবে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, বর্ণবিদ্বেষ কখনওই সমর্থনযোগ্য নয়। ফুটবল সবাইকে এক করে। সেখানে এমন ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 2:03 PM IST