'আমাদের করোনা, মোমো বলেছে', ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে! বিরাট ঝামেলা

Last Updated:

East Bengal vs North East: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ।

কলকাতা: ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। নর্থ ইস্টের সমর্থকরা লাল-হলুদ ফ্যান-দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ করলেন। আরও একবার কলকাতা ফুটবলে লাগল কালো দাগ!
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে ম্যাচের মাঝে দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। দুই দলের সমর্থকরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আরও পড়ুন- ‘নাগিন ডান্স’ জারি থাকবে বাংলাদশ-শ্রীলঙ্কা ম্যাচে? উত্তর দিলেন শাকিব আল হাসান
বর্ণবিদ্বেষের অভিযোগ করেছেন নর্থ ইস্টের সমর্থকরা। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গলের সমর্থকদের সঙ্গে তাঁদের বিরাট ঝমেলা বাঁধে। ওই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
\
ওই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত লাল-হলুদ নির্ধারিত সময়ে ড্র করে। তার পর টাইব্রেকারে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। প্রথমে কথা কাটাকাটি। তার পর বর্ণবিদ্বেষী মন্তব্য। শেষে ইটবৃষ্টির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি।
পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নর্থ ইস্টের সমর্থকদের সেনাবাহিনী এসকর্ট করে গ্যালারির বাইরে নিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন, আগে নর্থ ইস্টের সমর্থকরা কুকথা বলতে শুরু করেছিলেন। তার পর ইস্টবেঙ্গল সমর্থকরা পাল্টা দেন।
advertisement
advertisement
প্রতক্ষদর্শীদের আরেক দল বলেন, ইস্টবেঙ্গল সমর্থরা গ্যালারির আপার টায়ার থেকে নর্থ ইস্ট সমর্থকদের লক্ষ্য করে ক্রমশ আজেবাজে কথা বলতে থাকেন। তবে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, বর্ণবিদ্বেষ কখনওই সমর্থনযোগ্য নয়। ফুটবল সবাইকে এক করে। সেখানে এমন ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আমাদের করোনা, মোমো বলেছে', ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে! বিরাট ঝামেলা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement