Asia Cup 2023 Bangladesh vs Sri Lanka: 'নাগিন ডান্স' জারি থাকবে বাংলাদশ-শ্রীলঙ্কা ম্যাচে? উত্তর দিলেন শাকিব আল হাসান

Last Updated:

Asia Cup 2023 Bangladesh vs Sri Lanka: এশিয়া কাপে বৃহস্পতিবার ঘরের মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবথেকে বড় শত্রু হয়ে ওঠা বাংলাদেশ। আজকের ম্যাচে নাগিন ডান্স হবে কিনা সেটাই দেখার।

ক্যান্ডি: সাম্প্রতিক কিছু সময়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ২২ গজের লড়াই অন্য মাত্রা পেয়েছে। ক্রিকেট মাঠে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা চিত্তাকর্ষক হয়ে উঠেছে ক্রিকেট প্রেমিদের কাছে। ক্রিকেট মাঠে নয়া শত্রুতাও বলে থাকেন অনেকেই। আর এই সবকিছুর সৌজন্যে রয়েছে সেই বিখ্যাত ‘নাগিন ডান্স’। আজ এশিয়া কাপে আরও একবার মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাল্লাকেলে আজ কি আরও একবার কি সেই নাগিন ডান্সের দেখা মিলবে সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেট মহলে।
বিগত পাঁচ বছর ধরে দুই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই নাগিন ডান্স। যা সবার প্রথম নজর কেড়েছিল ২০১৮ সালে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত নিদহাস ট্রফিতে। এই দুই দেশের ম্যাচে এই ডান্সের হঠাৎ আমদানির পিছনে গল্প রয়েছে। বাংলাদেশ সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে এমন সেলিব্রেশন করেছিলেন শ্রীলঙ্কার দানুষ্কা গুণতিলক। তা ভোলেননি মুশফিকুর রহিম। পরবর্তীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এই সেলিব্রেশন ট্রেডমার্ক হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
২০১৮ নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার পর বাংলাদেশের ক্রিকেটাররা নাগিন ডান্স করেছিলেন। মাঠে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল। এরপর ফাইনালে ভারতের বিরুদ্ধে দীনেশ কার্তিকের শেষ বলে মারা ছয়ে হেরে যায় বাংলাদেশ। টিম ইন্ডিয়া জিততেই শ্রীলঙ্কার সমর্থকরা নাগিন ডান্স করেছিলেন। এরপর একাধিকবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে এই সেলিব্রেশন দেখা গিয়েছে।
advertisement
তবে এবার এশিয়া কাপের আগে দুই দেশ শান্তির বার্তা দিয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শাকিব আল হাসান নাগিন ডান্স নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। তবে এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে খেলার মনোযোগ রাখতে চান বলে জানান। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচকে আলাদা লড়াই না ভেবে, সাজঘরে সকলের মাথা ঠান্ডা রেখে কীভাবে ম্যাচ জেতা যায় নিজেদের সেরাটা দিয়ে সেই বার্তা দিয়েছেন শাকিব ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2023 Bangladesh vs Sri Lanka: 'নাগিন ডান্স' জারি থাকবে বাংলাদশ-শ্রীলঙ্কা ম্যাচে? উত্তর দিলেন শাকিব আল হাসান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement