Ms Dhoni : ৪৪ বছরের ধোনি...! কী খান সারাদিন, কীভাবে এত ফিট থাকেন? উত্তর দিলেন ঝাড়খন্ড স্টেট ক্রিকেটের যুগ্ম সচিব
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Ms Dhoni : বয়স ৪৪ বছর ১৪৫ দিন। তবে দেখলে মনে হবে যৌবনের দূত। আসলে উনিই তো লক্ষ লক্ষ ভারতীয় স্বপ্নের নায়ক। দেশের গর্ব। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি।
রাঁচি : বয়স ৪৪ বছর ১৪৫ দিন। তবে দেখলে মনে হবে যৌবনের দূত। আসলে উনিই তো লক্ষ লক্ষ ভারতীয় স্বপ্নের নায়ক। দেশের গর্ব। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি।
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নিলেও এখনও আইপিএল চুটিয়ে খেলেন মাহি। হাঁটুর চোটে জর্জরিত হলেও অপারেশন করিয়ে অনেকটাই আগের অবস্থায় ফিরে গেছেন ক্যাপ্টেন কুল। শুধু আইপিএল খেলার জন্য খেলা নয়, নিজেকে আরও একবার প্রমাণের তাগিদে মাঠে নামেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের অর্ধ যুগ পার করার পরেও কোথা থেকে পান এত মোটিভেশন? দুবার বিশ্বকাপ জয়, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ভারতীয় অধিনায়ক। এরপরেও আর কি খিদে বাকি থাকতে পারে? অবশ্যই পারে, যদি ব্যক্তির নাম হয় মহেন্দ্র সিং ধোনি!
advertisement
advertisement
যখন দেশজুড়ে চর্চা চলছিল ২০২৬ আইপিএল খেলবেন কি না, তখন নিঃশব্দেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক কী করে নিজেকে ঠিক রাখেন ধোনি? মাহির প্রাক্তন সতীর্থ, ঝাড়খন্ড স্টেট ক্রিকেটের যুগ্ম সচিব শাহাবাজ নাদিম শোনালেন সেই গল্প। নাদিম বলেন, ২০২৫ আইপিএল যেদিন শেষ হয়েছে তার পরের দিন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ধোনি।
advertisement
তিনি আরও বলেন, ধোনি রাঁচিতে থাকলে স্টেডিয়ামের জিমে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় কাটান। শারীরিকভাবে ফিট থাকতে স্টেডিয়ামের সামনে টেনিস মাঠে নামেন। আসলে নাদিমের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট। মহেন্দ্র সিং ধোনি বাকি সবার থেকে আলাদা। কিন্তু কোথায় আলাদা? এখনও কোথা থেকে মোটিভেশন পান ধোনি?
আরও পড়ুন- শুধু ফিটনেস আর খেলার দিকে নজর দাও, রোহিতকে বার্তা বোর্ডের! তবে কি এবার… জল্পনা শুরু
নাদিমের স্পষ্ট উত্তর, ধোনি ভাইয়ের ইচ্ছে শক্তি বাকিদের থেকে অনেক অনেক আলাদা। ক্রিকেটের জন্য ওর খিদেটাই ওর সব থেকে বড় চালিকা শক্তি। সেই জন্য আগামী বছর কেন, ও চাইলে আরও দু-তিন বছর খেলে দিতে পারবে। ইতিমধ্যেই ঝাড়খন্ড ক্রিকেটের উন্নতির জন্য একাধিক পরামর্শ দিয়েছেন মাহি। ক্রিকেটারদের ফিট করতে ঝাড়খন্ড ক্রিকেট সংস্থা নিজস্ব রিহ্যাব তৈরি করছে মহেন্দ্র সিং ধোনির পরামর্শে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2025 12:33 AM IST








