আন্তর্জাতিক স্তরের ক্যারাটেতে জেলার জয় জয়কার! বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৭ টি পদক

Last Updated:

Karate- স্পোর্টস ক্যারাটের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বড় সাফল্য পেল দক্ষিণ ২৪ পরগনার ছেলে মেয়েরা

+
ক্যারাটের

ক্যারাটের প্রতিযোগিতায় বড় সাফল্য পেল দক্ষিণ ২৪ পরগনার 

দক্ষিণ ২৪ পরগনা: ক্যারাটের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বড় সাফল্য পেল দক্ষিণ ২৪ পরগনার ছেলে মেয়েরা। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার প্রতিযোগীরা জিতে নিয়েছেন ১৭টি সোনা। পাশাপাশি এসেছে ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ।
একটি বেসরকারি ক্রীড়া সংগঠক সংস্থার উদ্যোগে এক দিনের এই ‘ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’- এর আয়োজন হয়েছিল। উদ্যোক্তারা জানান, সব মিলিয়ে প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। এ ছাড়াও ছিলেন ভারতের ১১টি রাজ্যের প্রতিযোগীরা। কাতা ও কুমিতে- স্পোর্টস ক্যারাটের এই দু’টি বিভাগেই প্রতিযোগিতা হয়।
আরও পড়ুন- গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরল অফিসার
দক্ষিণ ২৪ পরগনা থেকে যোগ দেন ১১ প্রতিযোগী। এর মধ্যে বছর কয়েক আগে জয়নগর থানার উদ্যোগে চালু হওয়া প্রত্যয় প্রকল্পে প্রশিক্ষণ নেওয়া তিন প্রতিযোগীও ছিলেন। স্পের্টস ক্যারাটের জাতীয় কোচ দেবব্রত হালদারের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেন তাঁরা। দেবব্রত জানান, বিদেশ তথা দেশের অন্য প্রান্তের প্রতিযোগিদের সঙ্গে সমানে টক্কর দেন জেলার ছেলেমেয়েরা। জুনিয়র ও সিনিয়র মিলিয়ে ৬ জন দু’টি বিভাগেই সোনা জিতেছেন।
advertisement
advertisement
জুনিয়র বিভাগে কাতা ও কুমিতে দু’টি বিভাগেই সোনা জিতেছেন নৌসিন মোল্লা, তামান্না রায়চৌধুরী, আরশিয়া গাজি ও সাকিল সরদার। সিনিয়র বিভাগে দু’টি করে সোনা জিতেছেন মমতাজ সর্দার ও বাবাই কর্মকার। কেবলমাত্র কাতা বিভাগে নেমে সোনা জিতেছেন রাহিদা মোল্লা।
আরও পড়ুন- ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই দিঘার হোটেলে ঘটল ভয়ঙ্কর ঘটনা! আওয়াজ আসছিল ঘর থেকে
এছাড়াও একটি করে সোনা ও একটি করে রুপো জিতেছেন ঋদ্ধিমা দাস, রোশনি মণ্ডল ও সৃজনী সর্দার। একটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছেন ভূমি সাহা।দেবব্রত বলেন, এর আগে একাধিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে এই ছেলে-মেয়েরা। এ বার আন্তর্জাতিক মঞ্চেও দেশের মুখ উজ্জ্বল করল এরা। এদের সাফল্য আগামি দিনে বহু ছেলেমেয়েকে ক্যারাটেতে আসতে উৎসাহিত করবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আন্তর্জাতিক স্তরের ক্যারাটেতে জেলার জয় জয়কার! বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৭ টি পদক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement