IPL 2024 CSK vs RCB: ধোনির ১১০ মিটারের ছক্কাতেই বিদায় চেন্নাইয়ের! প্লে-অফে উঠে ফাঁস করলেন কার্তিক

Last Updated:

IPL 2024: শেষ ওভারে দরকার ছিল ১৭ রান, ক্রিজে তখনও ছন্দে থাকা ধোনি এবং জাডেজা। শেষ ওভারের প্রথম বলে ১১০ মিটারের ছয় মারলেন ধোনি, চোখ ছলছল করে উঠল কোহলির।

এমএস ধোনি।
এমএস ধোনি।
বেঙ্গালুরু: শেষ ওভারে দরকার ছিল ১৭ রান, ক্রিজে তখনও ছন্দে থাকা ধোনি এবং জাডেজা। শেষ ওভারের প্রথম বলে ১১০ মিটারের ছয় মারলেন ধোনি, চোখ ছলছল করে উঠল কোহলির। শেষ ৫ বলে দরকার চেন্নাইয়ের দরকার ছিল মাত্র ৫ বলে ১১ রান। কিন্তু শেষ ৫ বলে হল মাত্র ১ রান, স্বপ্নভঙ্গ হল চেন্নাইয়ের।
হঠাৎ কী হল চেন্নাইয়ের যে শেষ ৫ বলে মাত্র ১ রান উঠল ধোনিদের? সতীর্থদের কাছে ফাঁস করলেন বেঙ্গালুরুর উইকেট কিপার দীনেশ কার্তিক। তাঁর মতে ধোনির ১১০ মিটারের ছক্কাই প্লে-অফে উঠতে সাহায্য করেছে বেঙ্গালুরুকে। দীনেশ বলেন, “মাঠের বাইরে ধোনির ১১০ মিটারের ছক্কাই আমাদের জন্য সবচেয়ে ভাল ঘটনা, এই জন্যই আমরা নতুন বল পেয়েছি যা আমাদের জিততে সাহায্য করেছে।”
advertisement
advertisement
বাস্তবে চিন্নাস্বামীতে বৃষ্টির পরে মাঠ ভিজে গিয়েছিল, তাই বলও ভিজে গিয়েছিল। বল ভিজে থাকায় গ্রিপ করতে সমস্যা হচ্ছিল বোলারদের। একাধিক বার বল পরিবর্তন করার আবেদন করেন ডুপ্লেসি, বিরাট কোহলি। তবে আম্পায়াররা তাঁদের আবেদন সারা দেননি। নাকল বল করতে গিয়‍ে লাকি ফার্গুসনের দু’টি বল হাত ফসকে যায়, ব্যাটারদের মাথার উপর দিয়ে চলে যাওয়ার জন্য নো বল দেন আম্পায়ার। তাই শেষ ওভারের প্রথম বল পর্যন্ত বল করতে গিয়ে সমস্যায় পড়ছিল বেঙ্গালুরু।
advertisement
শেষ ওভারের প্রথম বলে ধোনির ছক্কার পরে বল স্টেডিয়ামের বাইরে চলে যাওয়ায় নতুন বল নিতে বাধ্য হন আম্পায়ার। নতুন বল শুকনো হওয়ার জন্য শেষ ৫ বল গ্রিপ করতে অপেক্ষাকৃত সুবিধা হয় বিরাটদের।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 CSK vs RCB: ধোনির ১১০ মিটারের ছক্কাতেই বিদায় চেন্নাইয়ের! প্লে-অফে উঠে ফাঁস করলেন কার্তিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement