ভারতের উচিত ছিল বিশ্বকাপে উমরানকে দলে রাখা, অকপট দিলীপ বেঙ্গসরকার

Last Updated:

Dilip Vengsarkar was in favour of Umran Malik getting chance for India in T20 World Cup. ভারতের উচিত ছিল বিশ্বকাপে উমরানকে দলে রাখা, অকপট দিলীপ বেঙ্গসরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সিতে নেই উমরান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সিতে নেই উমরান
#মুম্বই: বরাবর সহজ কথা সহজ ভাবে বলতে ভালোবাসেন দিলীপ বেঙ্গসরকার। ভারতীয় ক্রিকেটের কর্নেল হিসেবে পরিচিত দিলিপ নিজের অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের আগে। স্পোর্টস স্টারের সঙ্গে আলাপকালে দিলীপ বেঙ্গসরকার বলেন, আউট অফ দ্য বক্সের চিন্তা নেই। আমি উমরান মালিককে বেছে নেব তাঁর গতির কারণে।
আরও পড়ুন - বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার, হঠাৎ ভিডিও ভাইরাল
তিনি এমন একজন খেলোয়াড় যিনি ১৫০ কিলোমিটার বেগে বোলিং করছেন। এখন আপনাকে তাঁকে বাছাই করতে হবে, আপনি তখন তাঁকে বাছাই করতে পারবেন না, যখন সে ১৩০ কিলোমিটার গতির বোলার হয়ে যাবেন। উমরানকে ২০২২ এশিয়া কাপেও নির্বাচিত করা উচিত ছিল।
advertisement
advertisement
ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, দুবাইতে যেখানে উইকেট সমতল এবং ঘাসমুক্ত ছিল কোন বাউন্স ছাড়াই, আপনার ফাস্ট বোলার দরকার ছিল যারা দ্রুত গতিতে ব্যাটসম্যানদের পরাজিত করতে পারে। শ্রেয়স আইয়ার, মহম্মদ শামি এবং শুভমন গিলকে দলের নেওয়ার কথা জানিয়েছেন দিলীপ বেঙ্গসরকার।
advertisement
তবে ভারতের তরুন ফাস্ট বোলার আরশদীপ সিং বিশ্বকাপে নিশ্চিত ভালো পারফর্ম করবেন জানিয়েছেন বেঙ্গসরকার। আর তিনি প্রচন্ড খুশি সূর্য কুমার যাদব টানা পারফর্ম করে চলায়। ভারতীয় ক্রিকেটে সূর্যের অভিষেক অন্তত আরো ছয় মাস আগে হওয়া উচিত ছিল মনে করেন কর্নেল। কিন্তু কাশ্মীরের গতি তারকা উমরান দলে থাকলে অবশ্যই পার্থক্য গড়ে দিত মনে করেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের উচিত ছিল বিশ্বকাপে উমরানকে দলে রাখা, অকপট দিলীপ বেঙ্গসরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement