বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার, হঠাৎ ভিডিও ভাইরাল

Last Updated:

Shoaib Akhtar predicted Jasprit Bumrah back injury 1 year earlier. বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার

বুমরাহকে এক বছর আগেই সতর্ক করেছিলেন শোয়েব
বুমরাহকে এক বছর আগেই সতর্ক করেছিলেন শোয়েব
#মুম্বই: বিনা মেঘে বজ্রপাত। বিশ্বকাপের আগে চোট পেয়ে বুমরাহর ছিটকে যাওয়াটা এভাবেই বর্ণনা করা যেতে পারে। বিসিসিআই বুমরাহর চোট নিয়ে এখনও সরকারিভাবে কোনও আপডেট দেয়নি। তবে মনে করা হচ্ছে যে, মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্য থেকে কোনও একজনকে বুমরাহর বদলি হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হতে পারে।
তাছাড়া উপায় নেই ভারতের। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র জাদেজাও চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপে মাঠে নামা সম্ভব হবে না।
বুমরাহ ছিটকে যাওয়ায় হঠাৎ করেই শোয়েব আখতারের পুরনো একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বছরখানের আগে এক আলোচনায় আখতার দাবি করেছিলেন যে, বুমরাহ যতই চেষ্টা করুন, পিঠের চোট থেকে বাঁচতে পারবেন না। তাই ভারতীয় দলকে আখতার পরামর্শ দিয়েছিলেন একটানা বুমরাহকে না খেলানোর।
advertisement
advertisement
কয়েকটা ম্যাচ অন্তরই জসপ্রীতকে রিহ্যাবে পাঠানো এবং তার পরে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত বলে মতামত পেশ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বাস্তবে আখতারের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হচ্ছে। আখতার সেই ভিডিয়োয় দাবি করেছিলেন, বুমরাহর মতো ফ্রন্ট-অন অ্যাকশনের বোলাররা পিঠ ও কাঁধের জোরেই বল করেন।
advertisement
আখতার এক্ষেত্রে জানান যে, তিনি নিজে সাইড-অন অ্যাকশনে বল করতেন। তাঁদের মতো বোলারদের পিঠে বেশি চাপ পড়ে না। বুমরাহদের ক্ষেত্রে পিঠের চোট এড়িয়ে যাওয়া কঠিন। নিজের অভিজ্ঞতা থেকে শোয়েব আখতার যে ভুল কথা বলেননি সেটা আজ প্রমাণিত।
অনেকে ইতিমধ্যে ভারতীয় ফাস্ট বোলারকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়া শুরু করেছেন। আইপিএলের আগে তিনি ঠিক ফিট হয়ে যাবেন টাকার জন্য এমনটাও বলা হচ্ছে।
বাংলা খবর/ খবর/খেলা/
বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার, হঠাৎ ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement