বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার, হঠাৎ ভিডিও ভাইরাল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar predicted Jasprit Bumrah back injury 1 year earlier. বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার
#মুম্বই: বিনা মেঘে বজ্রপাত। বিশ্বকাপের আগে চোট পেয়ে বুমরাহর ছিটকে যাওয়াটা এভাবেই বর্ণনা করা যেতে পারে। বিসিসিআই বুমরাহর চোট নিয়ে এখনও সরকারিভাবে কোনও আপডেট দেয়নি। তবে মনে করা হচ্ছে যে, মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্য থেকে কোনও একজনকে বুমরাহর বদলি হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হতে পারে।
তাছাড়া উপায় নেই ভারতের। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র জাদেজাও চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপে মাঠে নামা সম্ভব হবে না।
বুমরাহ ছিটকে যাওয়ায় হঠাৎ করেই শোয়েব আখতারের পুরনো একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বছরখানের আগে এক আলোচনায় আখতার দাবি করেছিলেন যে, বুমরাহ যতই চেষ্টা করুন, পিঠের চোট থেকে বাঁচতে পারবেন না। তাই ভারতীয় দলকে আখতার পরামর্শ দিয়েছিলেন একটানা বুমরাহকে না খেলানোর।
advertisement
advertisement
Shoaib Akhtar, one of the best, predicted Jasprit Bumrah's back injury a year ago#JaspritBumrah https://t.co/vAloxXr3or
— Priyarag Verma (@priyarag) September 30, 2022
কয়েকটা ম্যাচ অন্তরই জসপ্রীতকে রিহ্যাবে পাঠানো এবং তার পরে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত বলে মতামত পেশ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বাস্তবে আখতারের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হচ্ছে। আখতার সেই ভিডিয়োয় দাবি করেছিলেন, বুমরাহর মতো ফ্রন্ট-অন অ্যাকশনের বোলাররা পিঠ ও কাঁধের জোরেই বল করেন।
advertisement
আখতার এক্ষেত্রে জানান যে, তিনি নিজে সাইড-অন অ্যাকশনে বল করতেন। তাঁদের মতো বোলারদের পিঠে বেশি চাপ পড়ে না। বুমরাহদের ক্ষেত্রে পিঠের চোট এড়িয়ে যাওয়া কঠিন। নিজের অভিজ্ঞতা থেকে শোয়েব আখতার যে ভুল কথা বলেননি সেটা আজ প্রমাণিত।
অনেকে ইতিমধ্যে ভারতীয় ফাস্ট বোলারকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়া শুরু করেছেন। আইপিএলের আগে তিনি ঠিক ফিট হয়ে যাবেন টাকার জন্য এমনটাও বলা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 1:08 PM IST