নিলামে বিক্রি হল মারাদানোর ‘হ্যান্ড অফ গড’ খ্যাত বল, দাম জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
৬ মাস আগে বিক্রি হয়েছিল মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে পড়া সেই জার্সি। এবার নিলামে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত সেই ফুটবল।
২০২২ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বিক্রি হয়ে গেল প্রয়াত দিয়াগো মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত সেই ফুটবল। মাস ছয়েক আগে বিক্রি হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তীর ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে পড়া সেই জার্সি। এবার নিলামের মাধ্যমে বিক্রি হল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ -এ বলটি।
১৯৮৬ বিশ্বকাপ খেলা হয়েছিল অ্যাডিডাসের সাদা আজটিকা বল দিয়ে। সেই ঐতিহাসিক ম্যাচটির পর বলটি এতদিন তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে ছিল। সম্প্রতি বলটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন সেই ম্যাচের রেফারি। নিলামে বলটি বিক্রি হয়েছে ২০ লক্ষ পাউন্ডে। ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। তবে আরও বেশি দাম উঠবে বলে আশা করা হয়েছিল।
advertisement
এর আগে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দিয়াগো মারাদোনার জার্সিটি বিক্রি হয়েছি ৯.৩ মিলিয়ন ডলারে। বলটি নিলামের তোলার সময় মনে করা হয়েছিল জার্সির দামকেও ছাপিয়ে বলটি। অন্তত ৩ মিলিয়ন ডলার তো দম উঠবেই। তবে জার্সির দামের ধারে কাছেও যেতে পারল না বলটির দাম। এই বলটি কারা বা কোন কোম্পানি কিনেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করার সময় গোলকিপার পিটার শিল্টন ও মারাদোনা একসঙ্গ লাফ দেয়। মাথায় না লেগে মারাদোনার হাতে লেগে বল জালে জড়িয়ে যায়। যা রেফারির চোখ এড়িয়ে যায়। দ্বিতীয় গোলটির সময় ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে যা মারাদোনা। যা শতাব্দীর সেরা গোল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 5:07 PM IST