কেন ব্রাজিলের জার্সির রং হলুদ, কীভাবে এই জার্সি পেয়েছিল নেইমারের পূর্বসূরিরা

Last Updated:
২০ তারিখ শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। ২৫ নভেম্বর প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরুর করবে ব্রাজিল। তার আগে দেখে নিন ৫ বারের বিশ্বজয়ীদের হলুদ জার্সির ইতিহাস।
1/5
বিশ্বকাপ ফুটবল বলতে যে দলগুলির নাম সবার প্রথমে মাথায় আসে তার মধ্যে একেবারে উপরে ব্রাজিল। ৫ বারের বিশ্বজয়ী ফুটবল ইতিহাসের গৌরব নিয়েও নতুন করে বলার কিছু নেই।
বিশ্বকাপ ফুটবল বলতে যে দলগুলির নাম সবার প্রথমে মাথায় আসে তার মধ্যে একেবারে উপরে ব্রাজিল। ৫ বারের বিশ্বজয়ী ফুটবল ইতিহাসের গৌরব নিয়েও নতুন করে বলার কিছু নেই।
advertisement
2/5
বিশ্বকাপ শুরুর আগে ফুটবল প্রেমিদের প্রিয় দলকে নিয়ে জানার কৌতুহল কম নয়। অনেকেই হয়তো জানেন না কেন ব্রাজিলের জার্সির রং হলুদ কেন। কীভাবে এই জার্সি পেল সাম্বা ব্রিগেড।
বিশ্বকাপ শুরুর আগে ফুটবল প্রেমিদের প্রিয় দলকে নিয়ে জানার কৌতুহল কম নয়। অনেকেই হয়তো জানেন না কেন ব্রাজিলের জার্সির রং হলুদ কেন। কীভাবে এই জার্সি পেল সাম্বা ব্রিগেড।
advertisement
3/5
১৯১৪ থেকে আন্তর্জাতিক ফুটবল খেললেও প্রথমে ব্রাজিলের জার্সির রং হলুদ ছিল না। সাদা রঙের জার্সি পড়ে খেলত সেই সময়। তখন সাদা জার্সির কলার ও হাতের বর্ডার ছিল নীল রঙের। ব্রাজিলের জার্সির রঙে বদল আসে ১৯৫০ সালের পর।
১৯১৪ থেকে আন্তর্জাতিক ফুটবল খেললেও প্রথমে ব্রাজিলের জার্সির রং হলুদ ছিল না। সাদা রঙের জার্সি পড়ে খেলত সেই সময়। তখন সাদা জার্সির কলার ও হাতের বর্ডার ছিল নীল রঙের। ব্রাজিলের জার্সির রঙে বদল আসে ১৯৫০ সালের পর।
advertisement
4/5
জার্সির রং বদলের েপছনেও রয়েছে কারণ। কারণ ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে মারাকানায় উরুগুয়ের বিরুদ্ধে হেরে যায় ব্রাজিল। তারপরও দাবি ওঠে অপয়া জার্সির রং বদল করতে হবে।
জার্সির রং বদলের েপছনেও রয়েছে কারণ। কারণ ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে মারাকানায় উরুগুয়ের বিরুদ্ধে হেরে যায় ব্রাজিল। তারপরও দাবি ওঠে অপয়া জার্সির রং বদল করতে হবে।
advertisement
5/5
তারপরই নতুন জার্সি কেমন হবে সেই ডিজাইন ও রঙেক জন্য শুরু হয় প্রতিযোগিতা। এক তরুণ তার জার্সিতে নীল, হলুদ ও সবুজ তিনটি রঙ ছিল। জার্সি হলুদ, কলার সবুজ ও নীল রঙের প্যান্ট। ১৯৫৫ বিশ্বকাপ থেকে নতুন জার্সি পড়ে খেলে ব্রাজিল। সেই ট্র্যাডিশনই এখনও বজায় রয়েছে।
তারপরই নতুন জার্সি কেমন হবে সেই ডিজাইন ও রঙেক জন্য শুরু হয় প্রতিযোগিতা। এক তরুণ তার জার্সিতে নীল, হলুদ ও সবুজ তিনটি রঙ ছিল। জার্সি হলুদ, কলার সবুজ ও নীল রঙের প্যান্ট। ১৯৫৫ বিশ্বকাপ থেকে নতুন জার্সি পড়ে খেলে ব্রাজিল। সেই ট্র্যাডিশনই এখনও বজায় রয়েছে।
advertisement
advertisement
advertisement