Derby: জোড়া অসির ছোবলে যুবভারতীর রং সবুজ মেরুন! প্রথম ডার্বিতেই দিল জিতলেন ম্যাকলারেন

Last Updated:

East Bengal vs Mohun Bagan: জোড়া অসির ছোবলে যুবভারতীর রং সবুজ মেরুন! প্রথম ডার্বিতেই দিল জিতলেন ম্যাকলারেন, অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলেরেন-এর এটাই প্রথম ডার্বি৷ হাই প্রোফাইল প্লেয়ার৷ সুযোগ পেলে চোখ বন্ধ করে গোল করে দিতে পারেন৷ গোটা ম্যাচে সবমিলিয়ে দুটো সুযোগ পেলেন, ঈগলের মতো ছোঁ মেরে একটা গোল করে দিয়ে গেলেন৷ লাল-হলুদের গিল প্রথম পোস্টে দেখে গেলেন৷ তাঁর গোলেই বিরতির আগে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট৷ ম্যাকলারেনের নামের পাশে গোল সংখ্যা দুইও লেখা হতে পারত৷ একটি সুযোগ নষ্ট করলেন৷ ফাঁকায় বল পেলেও লাল-হলুদের গোলকিপার গিলের গায়ে মারলেন তিনি৷

প্রথম ডার্বিতেই হৃদয় জিতলেন অসি তারকা, ছবি - মোহনবাগান সুপার জায়ান্ট (ফেসবুক)
প্রথম ডার্বিতেই হৃদয় জিতলেন অসি তারকা, ছবি - মোহনবাগান সুপার জায়ান্ট (ফেসবুক)
কলকাতা: দল পালটায়, কোচ বদলায়, ইস্টবেঙ্গলের ভাগ্য আর বদলায় না৷ ফের একটা ডার্বি, এবং সেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে৷ তবে একই দিনে কার্যত সবুজ-মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিলেন অসি স্ট্রাইকার ম্যাকলারেন৷
নতুন মরশুম অনেক আশা নিয়ে শুরু করেছিল লাল-হলুদ৷ কোচ কুয়াদ্রাতকে ঘরে স্বপ্ন দেখাও শুরু হয়েছিল৷ কিন্তু আইএসএল শুরু হতেই যে কে সেই৷ ইস্টবেঙ্গল ফের সেই হারের সারণীতে৷ কবে ঘুরে দাঁড়াবে তারা? ঈশ্বরও হয়তো জানেন না৷ ঠিক উল্টো ছবি মোহনবাগানে৷ পালে হাওয়া পেতেই অপ্রতিরোধ্য মোহনবাগান৷ তাদের দুই অস্ট্রেলিয়ান ফুটবলারই লাল-হলুদের কফিনে পেরেক পুঁতে দিলেন শনিবার৷
advertisement
advertisement
শনিবারের সন্ধ্যায় ডার্বিতে নামার আগেই অবশ্য সবুজ-মেরুন ব্রিগেডের থেকে মানসিক দিক থেকে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল৷ আর সেটা তাদের খেলাতেও পরিষ্কার৷ মোহনবাগানের লিস্টন, মনবীররা সমুদ্রের ঢেউয়ের মতো আক্রমণ করে যাচ্ছিল একের পর এক৷ কপাল সঙ্গে থাকলে মোহনবাগান আজ আরও বড় ব্যবধানে জিততে পারত৷
advertisement
অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলেরেন-এর এটাই প্রথম ডার্বি৷ হাই প্রোফাইল প্লেয়ার৷ সুযোগ পেলে চোখ বন্ধ করে গোল করে দিতে পারেন৷ গোটা ম্যাচে সবমিলিয়ে দুটো সুযোগ পেলেন, ঈগলের মতো ছোঁ মেরে একটা গোল করে দিয়ে গেলেন৷ লাল-হলুদের গিল প্রথম পোস্টে দেখে গেলেন৷ তাঁর গোলেই বিরতির আগে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট৷ ম্যাকলারেনের নামের পাশে গোল সংখ্যা দুইও লেখা হতে পারত৷ একটি সুযোগ নষ্ট করলেন৷ ফাঁকায় বল পেলেও লাল-হলুদের গোলকিপার গিলের গায়ে মারলেন তিনি৷
advertisement
আশা করা হয়েছিল খোঁচা খাওয়া বাঘের মতোই বিরতির পর ফিরবে ইস্টবেঙ্গল৷ তালাল, ক্রেসপো, সৌভিকরা চেষ্টা করলেন৷ কিন্তু গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলল লাল-হলুদ আক্রমণ৷ তালাল টানা চেষ্টা করে গেলন, কিন্তু মোহন প্রাচীরকে টপকাতে পারলেন না৷
advertisement
মোহনবাগানের দ্বিতীয় গোল দিমি পেত্রাতোসের৷ পেনাল্টি থেকে৷ তবে এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে অবাক হবার থাকবে না৷ প্রথমার্ধের মতোই, সেকেন্ড হাফে একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করলেন কোলাসো এবং মনবীর৷ গোলগুলি হলে আরও লজ্জায় পড়তে হত ইস্টবেঙ্গলের ফুটবলারদের৷
বাংলা খবর/ খবর/খেলা/
Derby: জোড়া অসির ছোবলে যুবভারতীর রং সবুজ মেরুন! প্রথম ডার্বিতেই দিল জিতলেন ম্যাকলারেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement