Derby 2024: ডার্বি মোহনবাগানের, শেষ ৯ টি বড় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল

Last Updated:

আইএসএলের প্রথম ডার্বিতে জয় মোহনবাগানের। এদিন আইএসএল এর বড় ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।

ম্যাচের নায়ক জেমি ম্যাকল্যারেন
ম্যাচের নায়ক জেমি ম্যাকল্যারেন
কলকাতা : আইএসএলের প্রথম ডার্বিতে জয় মোহনবাগানের। এদিন আইএসএল এর বড় ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।
এ বারের প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলেছে দু’দলই। ইস্টবেঙ্গল এখনও কোনও পয়েন্ট পায়নি। মোহনবাগানের ঘরে ৭ পয়েন্ট।
শেষমেষ এবারের ডার্বি বাগানের, আইএসএলে শেষ ন’টি বড় ম্যাচে জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল।
advertisement
সবুজ-মেরুন ব্রিগেড আগের ম্যাচেই মহামেডানকে উড়িয়ে উজ্জীবিত ছিল। অন্যদিকে, আইএসএলে টানা চার ম্যাচ হেরে চাপে ছিল লাল-হলুদ। তবে ময়দানে বলা হয়, ডার্বি সবসময়ই সমান-সমান। যুবভারতীতে শেষ পর্যন্ত উৎসব করল মোহনবাগান। মোলিনার মোহনবাগান এদিন পুরো পয়েন্ট তুলল ঘরে। নতুন কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে নেমে ইস্টবেঙ্গললের ডার্বি হার।
advertisement
এদিন ২-০ গোলে ডার্বি জয় মোহনবাগানের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করলেন ম্যাকলারেন ও দিমিত্রি।
মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন।
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Derby 2024: ডার্বি মোহনবাগানের, শেষ ৯ টি বড় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement