দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম বদলে অরুণ জেটলি স্টেডিয়াম
Last Updated:
#নয়াদিল্লি: নাম বদলে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীণ ক্রিকেট স্টেডিয়াম দিল্লির ফিরোজ শাহ কোটলার ৷ প্রয়াত প্রাক্তন অর্থ মন্ত্রী এবং DDCA-র প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ জেটলির নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা ৷ অরুণ জেটলিকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে ডিডিসিএ-র তরফে জানানো হয়েছে ৷
News Alert: Kotla to be renamed as Arun Jaitley Stadium. In a fitting tribute to its former president Arun Jaitley, @delhi_cricket has decided to name the Stadium after him. Mr Jaitley, who passed away on August 24, was president of the DDCA from 1999 to 2013. @BCCI
— DDCA (@delhi_cricket) August 27, 2019
advertisement
advertisement
আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে কোটলার নাম বদল করা হবে ৷ স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে করার কথা আগেই ছিল ৷ ওই দিনই বদলে যাচ্ছে স্টেডিয়ামের নামও ৷ দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশনর প্রেসিডেন্ট রজত শর্মা জানান, ‘‘ অরুণ জেটলি বরাবরই ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন ৷ বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা এ রাজ্য থেকে খেলে দেশকে গর্বিত করেছেন ৷ ’’ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে ৷ যেখানে উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2019 4:31 PM IST