#বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে ফের সোনা এল ভারতে। কুস্তিগীর দীপক পুনিয়া ৮৬ কেজি বিভাগে কমনোয়েলথ গেমসে ভারতের নবম সোনা জিতলেন চীর প্রতিদ্বন্দি পাকিস্তানের মহম্মদ ইনামকে হারিয়ে। স্কোর ছিল ০-৩, তাঁর বয়স মাত্র ২৩ বছর। ২০২১ সালে টোকিও অল্মিপিকসে (২০২০) অত্যন্ত ভাল খেলার পরেও নিজের ব্রোঞ্জ মেডেল হারাতে হয়েছিল তাঁকে। তবে এবারের সাফল্য সব কিছুকে ছাপিয়ে গেল।
পুরুষদের ৮৬ কেজি বিভাগে জেতেন দীপক পুনিয়া। ভারতের কুস্তিগীর ৩ মিনিট ২২ সেকেন্ডে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহামকে হারিয়ে পুরুষদের ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠেন। পুনিয়া ১০টি টেকনিক্যাল পয়েন্ট অর্জন করে পরাজিত করেন অক্সেনহামকে। এরপর কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের শেকু কাসেগবামাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন দীপক পুনিয়া।
আরও পড়ুন: সোনার ছেলে ! কমনওয়েলথ গেমসে আবার সোনা বজরং পুনিয়া-র, টানা দু'বার স্বর্ণপদক ভারতীয় কুস্তিগিরের
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসে আবার সোনা পেলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন বজরং, গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির। ২০১৪-র গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CWG 2022, Deepak Punia