Home /News /sports /
CWG 2022: সোনার টুকরো ছেলে ! কমনওয়েলথ গেমসে আবার সোনা বজরং পুনিয়া-র, টানা দু'বার স্বর্ণপদক ভারতীয় কুস্তিগিরের

CWG 2022: সোনার টুকরো ছেলে ! কমনওয়েলথ গেমসে আবার সোনা বজরং পুনিয়া-র, টানা দু'বার স্বর্ণপদক ভারতীয় কুস্তিগিরের

৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন বজরং

 • Share this:

  #বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে আবার সোনা পেলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন বজরং, গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির। ২০১৪-র গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন।

  বার্মিংহ্যাম কমনওেলথ গেমসে কুস্তির অভিযান শুরু হয় শুক্রবার। প্রথম দিনেই ৬ জন ভারতীয় কুস্তিগিরের অভিযান শুরু। ছেলেদের ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া, ছেলেদের ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া, ছেলেদের ১২৫ কেজি বিভাগে মোহিত গ্রেওয়াল, মেয়েদের ৫৭ কেজি বিভাবে অংশু মালিক, মেয়েদের ৬৮ কেজি বিভাগে দিব্যা কাকরান, এবং মেয়েদের ৬২ কেজি বিভাগে ভারতের অন্যতম পদক সম্ভাবনা সাক্ষী মালিকর লড়াই রয়েছে।

  আরও পড়ুন: ছেলেখেলা করে কমনওয়েলথের শেষ আটে সিন্ধু, শ্রীকান্ত! পদক প্রায় নিশ্চিত

  আরও পড়ুন: নতুন ইস্টবেঙ্গলকে ভয় পাওয়ার গ্যারান্টি দিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন

  গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং। হারান দৌলত নিয়াজবায়েকভকে।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Commonwealth Games 2022

  পরবর্তী খবর