Deepak Hooda on Irfan Pathan : একদিনের দলে সুযোগ পেয়ে পাঠান ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার দীপক হুডার

Last Updated:

Deepak Hooda grateful to Irfan and Yusuf Pathan. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পাওয়ার জন্য পাঠান ভাইদের কাছে কৃতজ্ঞ দীপক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দলে খেলতে চান দীপক হুডা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দলে খেলতে চান দীপক হুডা
এক্ষেত্রে হুডার কেরিয়ারে শাপে বর হলক্রুণাল পাণ্ডিয়ার অভব্যতা, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাসপেনশন। রাজস্থানে গিয়ে নেতৃত্ব দিতেই ঘুরল ভাগ্যের চাকা। ভারতীয় দলে যে ডাক পাবেন, কয়েক মাস আগেও ভাবতেও পারেননি। গত বছর সৈয়দ মুস্তাক আলি টি ২০ শুরুর আগে বরোদার টিম হোটেল ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুডাকেই গোটা মরশুমের জন্য সাসপেন্ড করে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
হুডার অভিযোগের তির ছিল ক্রুণাল পাণ্ডিয়ার দিকে। দুর্ব্যবহার করা, আপত্তিকর শব্দ প্রয়োগ, শারীরিক ও মানসিকভাবে নিগ্রহের অভিযোগ আনেন হুডা। ক্রুণালের দাদাগিরির প্রতিবাদে সরব হয়ে বরোদা কর্তাদের চিঠি লিখলেও তাঁকেই শাস্তি পেতে হয়। ক্রুণাল হুডাকে হুমকি দিয়ে বলেছিলেন, তিনি ক্যাপ্টেন, ফলে কীভাবে তাঁর বরোদার হয়ে খেলা বন্ধ করতে হয় সেটা ভালোই জানা আছে!
advertisement
কয়েক মাসের অপেক্ষা। ক্রুণাল এখন জাতীয় দলের বাইরে, হুডা ভারতীয় দলে! গত বছর একটা সময় অবসাদের শিকার হচ্ছিলেন দীপক হুডা। কিন্তু তা কাটিয়ে ওঠেন অনিল কুম্বলের পরামর্শে। পাঠান-ভাইদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হুডা। বলেছেন, ইরফান ও ইউসুফ পাঠান সব সময় উৎসাহিত করেছেন। ইরফানের কথায় হুডা বিশ্বাস করতে শুরু করেন এই আপ্তবাক্যটি- আপনা টাইম আয়েগা।
advertisement
শান্ত থেকে কীভাবে ক্রিকেটে ফোকাসড থাকতে হয় সেটা ইরফানের কাছ থেকেই রপ্ত করেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার। জিম থেকে ডায়েট, অনুশীলনের খুঁটিনাটি সব বিষয়েই হুডা উপকৃত ইরফানের পরামর্শে। বরোদা ছেড়়ে জুলাইয়ে রাজস্থান গিয়ে সেই দলকে নেতৃত্বও দিচ্ছেন দীপক হুডা। ২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে হুডা ৬ ম্যাচে ২৯৪ রান করেন, যা রাজস্থান দলের মধ্য়ে সর্বাধিক।
advertisement
বিজয় হাজারে ট্রফিতে শতরানও করেন কর্নাটকের বিরুদ্ধে। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১২টি ম্যাচে ১৬০ রান করেন। সর্বাধিক ৬৪ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, ২টি উইকেটও পান। রাফায়েল নাদালের আত্মজীবনীও তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানান হুডা। সুযোগ পেলে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও চমক দেখানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই অলরাউন্ডার।
দীপক হুডা ভাল মত জানেন এই মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। নির্বাচকরা এমন কাউকে খুঁজছেন যিনি ব্যাট এবং বল হাতে দলকে ভরসা দিতে পারেন। দীপক অপেক্ষায় আছেন ম্যাচ খেলার জন্য। বড় মঞ্চে নিজেকে প্রমাণের পরীক্ষা দিতে তিনি তৈরি।
বাংলা খবর/ খবর/খেলা/
Deepak Hooda on Irfan Pathan : একদিনের দলে সুযোগ পেয়ে পাঠান ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার দীপক হুডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement