Deaflympics 2022: চার বছরে প্রথম জানতে পারেন মেয়ে বধির! সেই শ্রেয়া সিঙ্গলা আজ সোনার মেডেল পেলেন ব্যাডমিন্টনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘‘এটা পুরো শ্রেয়ার কঠোর পরিশ্রমের ফল৷ আমরা জানতে পেরেছিলাম ও বধির , ও কোনওদিন কথা বলতে পারবে না...
#রিও ডি জেনেইরো: ভারতের ব্যাডমিন্টনে রবিবার সোনার দিন ছিল৷ ব্যাঙ্ককে ভারতীয় পুরুষ শাটলাররা থমাস কাপ জিতে নজির করেছেন৷ সেদিনই সূদূর ব্রাজিলে দেশকে সোনা এনে দিলেন শ্রেয়া সিঙ্গলা (Shreya Singla)৷ ডেফালিম্পিক্স চলছে ব্রাজিলে৷ সেখানে সোনা জিতলেন ১৭ বছরের শাটলার৷ শ্রেয়া সিঙ্গলা পঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা৷ তাঁর রাজ্য থেকে প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শ্রেয়া৷ জাপানকে ফাইনালে উড়িয়ে দিয়ে টিম ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়া সিঙ্গলা৷
ব্রাজিলের ডেফালিম্পিক্স (Brazil Deaflympics) ব্যাডমিন্টনে সোনা জিতলেন শ্রেয়া সিঙ্গলা
এবারে ব্রাজিলের ডেফালিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় ৬৫ জনের দল গেছে৷ সেখানে একাধিক সাফল্য পাচ্ছেন ভারতের অ্যাথলিটরা৷ এখনও অবধি নবম স্থানে রয়েছে পদক তালিকায়৷ এখনও অবধি ১৭ টি মেডেল পেয়েছে ভারত৷ তার মধ্যে ৮ টি সোনা, ১ টি রূপো, ৮ টি ব্রোঞ্জ রয়েছে৷ শ্রেয়া তাঁর সোনার মেডেল জয়ের কৃতিত্ব নিজের পরিবারকে জানিয়েছে৷ তাঁর কোচকেও কৃতিত্ব জানিয়েছেন তিনি৷ তিনি বলেছেন কীভাবে তিনি তাঁকে মোটিভেট করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন - Viral News: ৮০ বছরের বৃদ্ধা নিজেই শ্রাদ্ধে খাওয়ালেন গ্রামের মানুষকে, ১২ একর জমি গোশালাকে দান করলেন
তিনি জানিয়েছেন এই মোটিভেশনের কারণেই তিনি মেডেল জিততেই হবে এই মনোভাব নিয়ে তিনি টুর্নামেন্টে ঝাঁপিয়েছিলেন৷ ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়৷ ়
শ্রেয়ার বাবা ও মা ভীষণ গর্বিত মেয়ের সাফল্যে৷ তাঁর বাবা দেবেন্দর মেয়ের সোনা পাওয়ায় উচ্ছ্বসিত৷ তিনি বলেছেন, ‘‘এটা পুরো শ্রেয়ার কঠোর পরিশ্রমের ফল৷ আমরা জানতে পেরেছিলাম ও বধির , ও কোনওদিন কথা বলতে পারবে না৷ এটা আমরা চার বছরে বুঝতে পারি৷ ততদিনে অনেক দেরি হয়ে গেছে৷ তারপর ওর কানে যন্ত্র লাগাই যা থেকে ও শুনতে শুরু করে এবং তারপরে কথা বলতে পারে৷ এটা পঞ্জাব এবং ভারতের জন্য খুবই গর্বের বিষয়৷’’
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘২৭ এপ্রিল তাঁর যাওয়ার আগে অনুরাগ ঠাকুর , ক্রীড়ামন্ত্রী ওঁর এবং অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে মধ্যাহ্নভোজনে দেখা করেছিলেন৷ সেখানে এই ইভেন্ট থেকে অন্তত ৯ থেকে ১০ টি মেডেল জেতার বিষয়ে উদ্ধুদ্ধ করেছিলেন৷ ’’
মেয়ের এই সোনা জয়ে দারুণ খুশি তাঁর পরিবার৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2022 1:23 PM IST