দার্জিলিংয়ের হোটেলে নিষিদ্ধ বাংলাদেশিরা, ভারতের হারে আনন্দ করার শাস্তি!

Last Updated:

Bangladeshi ban: বাংলাদেশিরা আর হোটেল পাবেন না দার্জিলিং, সিকিমে!

কলকাতা: এই প্রথম নয়, বারবার এমনটা হয়েই থাকে। ভারতীয় ক্রিকেট দল কোনও টুর্নামেন্টে হারলে বাংলাদেশি সমর্থকদের একাংশ উল্লাস, আনন্দে ফেটে পড়ে। যেন পড়শি দেশের সর্বনাশেই তাঁদের পৈশাচিক আনন্দ হয়!
১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল টানা দশটি ম্যাচ জিতেছিল বিশ্বকাপে। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হার ভারতীয় সমর্থকদের সব আনন্দ মাটি করে দেয়। রোহিত শর্মাদের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়।
আরও পড়ুন- ড্রাইভারের জন্য খাবার নেননি? বেঙ্গালুরুতে জন্টিকে কটাক্ষ! এক হাত নিলেন তারকাও
ভারতীয় সমর্থথকরা ধরেই নিয়েছিলেন, এবার বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। আর তেমনটা মনে করার কারণও ছিল। রোহিত শর্মার দল ধারাবাহিক ভাল খেলছিল। তবে ফাইনালে ছন্দপতন হল। আর ঠিক তার পরই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষদের একাংশ ভারতের হারের আনন্দে মেতে ওঠে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী একের পর এক পোস্ট করে অনেক বাংলাদেশি। এমনকী প্রকাশ্যে ভারতের হারে তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। এমনিতে বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ। তা সে চিকিৎসাক্ষেত্রে হোক বা অন্য কোনও ক্ষেত্রে। তবুও ভারত বিদ্বেষ যেন বাংলাদেশের একাংশের মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
এবার দার্জিলিং ও সিকিমের হোটেল ব্যবসায়ীদের একাংশ বাংলাদেশি পর্যটকদের হোটেলে ঘর দেবেন না বলে ঠিক করেছেন। তাঁদের দাবি, ভারতের হারে যারা পৈশাচিক আনন্দে মেতে ওঠে, ভারতের ক্ষতি চায়, এমন কাউকে তারা হোটেলে রাখবেন না।
advertisement
আরও পড়ুন- World Cup Ball Price: বিশ্বকাপ খেলা হয় যে বল দিয়ে তার দাম কত? উত্তর অজানা অনেকের
অবশ্য দু-একজন হোটেল মালিক অন্য কারণও দেখিয়েছেন। তাঁদের দাবি, বাংলাদেশিরা ভিসার ছবি দেখিয়ে প্রথমে হোটেল বুক করেন। তার পর সস্তার কোনও হোটেলে থেকে ফিরে যান। ফলে ব্যবসায় লোকসানের মুখে পড়েন তাঁরা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/খেলা/
দার্জিলিংয়ের হোটেলে নিষিদ্ধ বাংলাদেশিরা, ভারতের হারে আনন্দ করার শাস্তি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement