Dale Steyn: টেস্ট ক্রিকেটেও এবার নো বলে ফ্রি হিটের নিয়ম চালুর প্রয়োজন: ডেল স্টেইন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Dale Steyn wants Free hit in Test Cricket: ক্রিকেটে নো বল করা এমনিতেই বোলারদের জন্য একটা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয় ৷ আর তাই নো বল করার ‘শাস্তি’ হিসেবে টেস্ট ক্রিকেটেও এখন ফ্রি হিট চালু করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ডেল স্টেইন ৷
কেপটাউন: টি টোয়েন্টি এবং ওয়ান ডে-র মতো এবার টেস্ট ক্রিকেটেও ফ্রি হিট চালু করার পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেইন ৷ তাঁর মতে, বোলাররা নো বল করলে সব ফর্ম্যাটেই এই নিয়ম থাকা প্রয়োজন ৷ অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটের মতো এবার টেস্ট ক্রিকেটেও নো বলে ফ্রি হিট চালু করার প্রয়োজন রয়েছে (Dale Steyn wants Free hit in Test Cricket) ৷
Free hit for No Ball in Test Cricket…
What you think? Will definitely help the bowlers (when batting) survive those extended 7/8 and sometimes 9 ball overs we’ve seen happen before… 6 balls is Hard enough for the tailenders facing a top class life threatening fast bowler. — Dale Steyn (@DaleSteyn62) January 12, 2022
advertisement
advertisement
বুধবার ট্যুইট করে স্টেইন বলেন, ‘‘নো বলের জন্য টেস্টেও ফ্রি হিট শুরু করা নিয়ে আপনারা কী বলেন? এতে টেল এন্ডার ব্যাটসম্যানরা বেশি বল খেলতে পারবেন। কখনও ৭-৮ এমনকী, ৯ বলেরও ওভার হয়। ভালো বোলার হলে নিচের দিকের ব্যাটসম্যানদের ৬টা বল খেলতেও সমস্যা হয়। কিন্তু ফ্রি হিট হলে সেটা হবে না।’’
advertisement
ক্রিকেটে নো বল করা এমনিতেই বোলারদের জন্য একটা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয় ৷ আর তাই নো বল করার ‘শাস্তি’ হিসেবে টেস্ট ক্রিকেটেও এখন ফ্রি হিট চালু করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ডেল স্টেইন ৷ ফ্রি হিট থাকলে বোলাররাও অনেক বেশি সতর্ক হবেন বলে মনে করছেন তিনি ৷
advertisement
ওয়ান ডে বা টি টোয়েন্টিতে নো বল করা মানেই একটা ফ্রি হিট পাওয়া যায় ৷ সেই ফ্রি হিটে ব্যাটসম্যান বড় শট কোনও কিছু চিন্তা না করেই মারতে পারেন ৷ কারণ আউট হওয়ার ভয় তাতে থাকে না ৷ চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে প্রচুর নো বল হতে দেখা যাচ্ছে ৷ কিন্তু টেস্টে ফ্রি হিট না থাকায়, বোলাররা হয়তো অতটা চিন্তায় থাকেন না ৷ এই নিয়ম চালু হলে বোলাররা বল করার সময় আরও বেশি সতর্ক থাকবেন বলে মনে করছেন স্টেইন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 3:20 PM IST