Viral News: বিমানের ফার্স্ট ক্লাসের এই অজানা তথ্য ফাঁস! নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রাক্তন বিমানসেবিকা

Last Updated:

Viral news of ex American Air Hostess: যাত্রীদের জন্য ফার্স্ট ক্লাস যাত্রা যতোই বিলাসবহুল এবং আনন্দদায়ক হোক না কেন ৷ বিমানের কেবিন ক্রু-দের জন্য ফার্স্ট ক্লাসে ডিউটি ততটা ভালো নয় বলেই দাবি করলেন আমেরিকার এক প্রাক্তন বিমানসেবিকা ৷

Photo: Instagram/@katkamalani
Photo: Instagram/@katkamalani
বিমানের ফার্স্ট ক্লাসে চড়ার স্বপ্ন অধিকাংশ মানুষেরই থাকে ৷ কারণ বিজনেস ক্লাসে ভ্রমণ করাই যেখানে অনেক খরচ সাপেক্ষ ৷ সেখানে ফার্স্ট ক্লাস যাত্রা তো অনেকের কাছে স্বপ্নই বটে (First Class Air Travel) ৷ কিন্তু যাত্রীদের জন্য ফার্স্ট ক্লাস যাত্রা যতোই বিলাসবহুল এবং আনন্দদায়ক হোক না কেন (Viral News) ৷ বিমানের কেবিন ক্রু-দের জন্য ফার্স্ট ক্লাসে ডিউটি ততটা ভালো নয় বলেই দাবি করলেন আমেরিকার এক প্রাক্তন বিমানসেবিকা (Viral news of ex American Air Hostess)  ৷
আমেরিকান এয়ারলাইন্সের প্রাক্তন এক বিমানসেবিকা ক্যাট কামালানি (Kat Kamalani) জানিয়েছেন, ফার্স্ট ক্লাসের কেবিন ক্রু হিসেবে কাজ করার তাঁর নিজের অভিজ্ঞতা ৷ তিনি সাফ জানিয়েছেন, দূর থেকে যতটা ভালো বলে মনে হয় ৷ এই কাজ একেবারেই সহজ নয় ৷ বেতন বেশি পাওয়া ছাড়া ফার্স্ট ক্লাসের জন্য কেবিন ক্রু-র কাজ করে কোনও লাভ নেই ৷
advertisement
advertisement
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-রা বেশি বেতন পান
আমেরিকান এয়ারলাইন্সের ওই প্রাক্তন বিমানসেবিকা টিকটকে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ফার্স্ট ক্লাসে কাজ করাটা অত্যন্ত কঠিন ৷ মানুষ যতো সহজ ভাবেন, তা একেবারেই নয় ৷ অনেকেই হয়তো মনে করেন ফার্স্ট ক্লাসে কাজ করা বিমানসেবক বা সেবিকারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন অন্যান্য কর্মীদের থেকে ৷ কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল ৷
advertisement
Photo: TikTok Photo: TikTok
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়
ওই বিমানসেবিকা জানান, ফার্স্ট ক্লাসে কাজ করার একমাত্র সুবিধা হল এখানে স্যালারি বেশি পাওয়া যায় ৷ বাকি আর কোনও অতিরিক্ত সুবিধা নেই ৷ বরং এর জন্য অনেক কঠিন ট্রেনিং বিমানসেবিকাদের করতে হয় ৷ কারণ ফার্স্ট ক্লাস যাত্রীদের সার্ভিস দেওয়ার ধরন কোনও সাধারণ কাজ নয় ৷ তার জন্য অনেক প্রশিক্ষণ নিতে হয় ৷ ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের ইংরেজি জানাটাও আবশ্যিক ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিমানের ফার্স্ট ক্লাসের এই অজানা তথ্য ফাঁস! নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রাক্তন বিমানসেবিকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement