Viral News: বিমানের ফার্স্ট ক্লাসের এই অজানা তথ্য ফাঁস! নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রাক্তন বিমানসেবিকা

Last Updated:

Viral news of ex American Air Hostess: যাত্রীদের জন্য ফার্স্ট ক্লাস যাত্রা যতোই বিলাসবহুল এবং আনন্দদায়ক হোক না কেন ৷ বিমানের কেবিন ক্রু-দের জন্য ফার্স্ট ক্লাসে ডিউটি ততটা ভালো নয় বলেই দাবি করলেন আমেরিকার এক প্রাক্তন বিমানসেবিকা ৷

Photo: Instagram/@katkamalani
Photo: Instagram/@katkamalani
বিমানের ফার্স্ট ক্লাসে চড়ার স্বপ্ন অধিকাংশ মানুষেরই থাকে ৷ কারণ বিজনেস ক্লাসে ভ্রমণ করাই যেখানে অনেক খরচ সাপেক্ষ ৷ সেখানে ফার্স্ট ক্লাস যাত্রা তো অনেকের কাছে স্বপ্নই বটে (First Class Air Travel) ৷ কিন্তু যাত্রীদের জন্য ফার্স্ট ক্লাস যাত্রা যতোই বিলাসবহুল এবং আনন্দদায়ক হোক না কেন (Viral News) ৷ বিমানের কেবিন ক্রু-দের জন্য ফার্স্ট ক্লাসে ডিউটি ততটা ভালো নয় বলেই দাবি করলেন আমেরিকার এক প্রাক্তন বিমানসেবিকা (Viral news of ex American Air Hostess)  ৷
আমেরিকান এয়ারলাইন্সের প্রাক্তন এক বিমানসেবিকা ক্যাট কামালানি (Kat Kamalani) জানিয়েছেন, ফার্স্ট ক্লাসের কেবিন ক্রু হিসেবে কাজ করার তাঁর নিজের অভিজ্ঞতা ৷ তিনি সাফ জানিয়েছেন, দূর থেকে যতটা ভালো বলে মনে হয় ৷ এই কাজ একেবারেই সহজ নয় ৷ বেতন বেশি পাওয়া ছাড়া ফার্স্ট ক্লাসের জন্য কেবিন ক্রু-র কাজ করে কোনও লাভ নেই ৷
advertisement
advertisement
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-রা বেশি বেতন পান
আমেরিকান এয়ারলাইন্সের ওই প্রাক্তন বিমানসেবিকা টিকটকে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ফার্স্ট ক্লাসে কাজ করাটা অত্যন্ত কঠিন ৷ মানুষ যতো সহজ ভাবেন, তা একেবারেই নয় ৷ অনেকেই হয়তো মনে করেন ফার্স্ট ক্লাসে কাজ করা বিমানসেবক বা সেবিকারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন অন্যান্য কর্মীদের থেকে ৷ কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল ৷
advertisement
Photo: TikTok Photo: TikTok
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়
ওই বিমানসেবিকা জানান, ফার্স্ট ক্লাসে কাজ করার একমাত্র সুবিধা হল এখানে স্যালারি বেশি পাওয়া যায় ৷ বাকি আর কোনও অতিরিক্ত সুবিধা নেই ৷ বরং এর জন্য অনেক কঠিন ট্রেনিং বিমানসেবিকাদের করতে হয় ৷ কারণ ফার্স্ট ক্লাস যাত্রীদের সার্ভিস দেওয়ার ধরন কোনও সাধারণ কাজ নয় ৷ তার জন্য অনেক প্রশিক্ষণ নিতে হয় ৷ ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের ইংরেজি জানাটাও আবশ্যিক ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিমানের ফার্স্ট ক্লাসের এই অজানা তথ্য ফাঁস! নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রাক্তন বিমানসেবিকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement