Cabbage: সাধের বাঁধাকপিতে থাকে এই পোকা, যা পৌঁছে যেতে পারে মানুষের ব্রেন পর্যন্ত ! কী বলছেন চিকিৎসকরা?

Last Updated:

Cabbage Tapeworm: বাঁধাকপিতে এক ধরনের মাইক্রোস্কপিক কৃমি থাকে এবং এটি মস্তিষ্কে প্রবেশ করতে পারে।

সাধের বাঁধাকপিই হতে পারে মৃত্যুর কারণ, বিশ্ব জুড়ে কী বলছেন চিকিৎসকরা?
সাধের বাঁধাকপিই হতে পারে মৃত্যুর কারণ, বিশ্ব জুড়ে কী বলছেন চিকিৎসকরা?
#নয়াদিল্লি: যদিও সারা বিশ্বের হেঁশেলে বাঁধাকপির (Cabbage) ব্যবহার ক্রমাগত বাড়ছে, কিন্তু ভারতে অনেকেই এই সবজি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। কারণ প্রায়শই এটিতে এমন একটি মাইক্রোস্কোপিক কৃমি (Tapeworm) পাওয়া যায়, যা খাবারের সঙ্গে শরীরের যে কোনও জায়গায় পৌঁছাতে পারে এবং তার পরে এটি ব্যক্তির দেহে নানা ধরনের রোগের জন্ম দেয়। এই সব মাইক্রোস্কোপিক কৃমি আমাদের মস্তিষ্কে পৌঁছলে জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে।
অনেকেই নিশ্চয়ই শুনেছেন যে বাঁধাকপিতে এক ধরনের মাইক্রোস্কপিক কৃমি থাকে এবং এটি মস্তিষ্কে প্রবেশ করতে পারে। এই ভয়ে প্রায় হাজার হাজার মানুষ বর্তমানে বাঁধাকপি খাওয়া ছেড়ে দিয়েছেন। সেই কৃমি কী এবং কী ভাবে এটি মস্তিষ্কে প্রবেশ করে সে বিষয়ে জেনে নেওয়া যাক এক এক করে।
advertisement
advertisement
বাঁধাকপিকে ইংরেজিতে বলা হয় ক্যাবেজ (Cabbage) আর ফুলকপিকে বলা হয় কলিফ্লাওয়ার (Cauliflower)। তবে বাঁধাকপি এবং ফুলকপি কিন্তু একই প্রজাতির সবজি। বাঁধাকপিতে যে কৃমি থাকে সেটিকে টেপওয়ার্ম বা ফিতাকৃমি বলে। অন্ত্রে প্রবেশ করার পর, এই টেপওয়ার্ম রক্ত প্রবাহের সঙ্গে শরীরের এবং মস্তিষ্কের অন্যান্য অংশে পৌঁছাতে পারে। এটি খুবই ছোট আকৃতির হয় যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই সবজিটি সেদ্ধ করে সঠিকভাবে রান্না করতে পারলে কিন্তু বিপদ অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব। সাধারণত এই ধরণের কৃমি প্রাণীর মলে পাওয়া যায়।
advertisement
বৃষ্টির জল বা অন্য কোনও কারণে ফিতাকৃমি মাটিতে পৌঁছায় এবং তার পর কাঁচা সবজির মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। পাকস্থলীতে পৌঁছনোর পর, এই কৃমি প্রথমে অন্ত্রে, তার পর শিরার মাধ্যমে রক্ত প্রবাহের সাহায্যে মস্তিষ্কে পৌঁছায়। এর লার্ভা আমাদের মস্তিষ্কে মারাত্মক আঘাত করে।
টেপওয়ার্ম দ্বারা সৃষ্ট সংক্রমণকে টেনিয়াসিস (Taeniasis) বলে। শরীরে প্রবেশের পর এই কৃমি ডিম পাড়ে। যার কারণে শরীরের ভিতরে ক্ষত তৈরি হতে থাকে। এই পোকার তিনটি প্রজাতি রয়েছে (১) Taenia seginata, (২) Taenia solium এবং (৩) Taenia Asiatica। এটি লিভারে পৌঁছে একটি সিস্ট তৈরি করে, যা থেকে পুঁজ তৈরি হয়।
advertisement
এই কৃমি আমাদের পেটের খাবারকে তাদের খাদ্য বানিয়ে নেয়। যা থেকে ব্যক্তির শরীরে খিঁচুনি হতে শুরু করে। প্রাথমিকভাবে এর কোনও উপসর্গ নেই। কিন্তু মাথাব্যথা, ক্লান্তি, ভিটামিনের অভাবের মতো উপসর্গ দেখা যায়। মস্তিষ্কে এর চাপ এতটাই বেড়ে যায় যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। কৃমি থেকে বাঁচতে চিকিৎসকরা বলেন, যে সব জিনিসে এই কৃমি পাওয়া যায়, সেগুলো ভালো করে রান্না করে খাওয়া উচিত। বর্তমানে প্রায় ১.২ মিলিয়ন মানুষ নিউরোসিস্টিসারকোসিস (Neurocysticercosis), অর্থাৎ এই ভাবে লার্ভার মাধ্যমে সিস্ট হওয়ার সমস্যায় ভুগছেন, যা মৃগীরোগের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের খাবার রান্না করার সময় সতর্ক থাকা উচিত!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cabbage: সাধের বাঁধাকপিতে থাকে এই পোকা, যা পৌঁছে যেতে পারে মানুষের ব্রেন পর্যন্ত ! কী বলছেন চিকিৎসকরা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement