লকডাউনে হঠাৎ "ডাল, ভাত, চোখা" নিয়ে হাজির মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা! কিন্তু কেন ?

Last Updated:

শর্ট ফিল্মের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, লকডাউনে বারবার বাড়ির বাইরে না যাওয়ার জন্য।

#কলকাতা: "যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই...।" বিখ্যাত বাংলা গানের লাইনগুলোর সঙ্গে রাজ্যের ক্রীড়াবিদ তথা ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার কর্মকাণ্ডের মিল রয়েছে। বাংলা জার্সিতে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। রাজ্যের মন্ত্রী হবার পরেও সিএবি ক্রিকেটে নেমেছেন। কখনও গান গেয়েছেন। কখনও আবার সচেতন মূলক কাজে রাস্তায় হেঁটেছেন। করোনা যুদ্ধে কোমর বেঁধে লড়াই করছেন। লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দুঃস্থ মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নিজের হাতে খাবার রান্না করে পরিবেশন করেছেন। রাজ্যের যে কোনও প্রান্তে কোনও খেলোয়ার লকডাউনে সমস্যায় পড়লে নিমেষে তার কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বারবার মানুষকে ঘরে থাকার জন্য বার্তা দিয়েছেন। এবার করোনা যুদ্ধে অভিনব উদ্যোগ নিলেন লক্ষ্মীরতন শুক্লা। বাড়িতে বসেই তৈরী করে ফেললেন সাড়ে ৬ মিনিটের একটি শর্ট ফিল্ম। মানুষকে বাড়িতে থাকার বার্তা দিতেই লক্ষ্মীরতন শুক্লার মস্তিষ্কপ্রসূত এই শর্ট ফিল্মের নাম "ডাল, ভাত, চোখা"।
শর্ট ফিল্মের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, লকডাউনে বারবার বাড়ির বাইরে না যাওয়ার জন্য। পোলাও, মাছ, মাংসের মতো এলাহি খাবারের বদলে করোনা যুদ্ধের আবহে ডাল, ভাত, আলু চোখা খেয়েই কঠিন পরিস্থিতিতে লড়াই করার। লক্ষ্মী ছাড়াও একঝাঁক ক্রিকেটারএই শর্ট ফিল্মে বাড়ি থেকেই অভিনয় করেছেন। রয়েছেন বাংলা রঞ্জি অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, অনূর্ধ্ব ২৩ দলের কোচ সৌরাশিস লাহিড়ী, অনুষ্টুপ মজুমদাররা। শর্ট ফিল্মে রয়েছেন ভূমি ব্যান্ডের প্রাক্তন গায়ক সুরজিৎ। রয়েছেন চিকিৎসক অজয় দে।
advertisement
শর্ট ফিল্মের মূল গল্প কয়েক বন্ধুর লকডাউনের মধ্যে বাজার করা নিয়ে। সেখান থেকেই একজনের করোনা সংক্রমনের জল্পনা। করো না পরীক্ষা তারপর আতঙ্ক, হতাশা। শেষমেষ ভুল থেকে শিক্ষা নিয়ে বাজারে না গিয়ে বাড়িতে থেকেই ডাল, ভাত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকে। সাধারণ মানুষকেও বাড়িতে থাকার বার্তা দিয়েছেন। ছবিতে সিনিয়র দাদার ভূমিকা রয়েছেন সম্বরণ। ডাক্তারের ভূমিকাতে অভিনয় করেছেন চিকিৎসক অজয় দে। শর্ট ফিল্ম তৈরি করতে লক্ষ্মীকে সাহায্য করেছেন সুজয় গোস্বামী ও সুব্রত ঘোষ।
advertisement
advertisement
শর্ট ফিল্ম নিয়ে লক্ষ্মী জানান, বারবার রাজ্য সরকারের তরফে লকডাউন না ভাঙার জন্য আবেদন করা হচ্ছে। তা সত্য দেখা যাচ্ছে অনেক মানুষ বাজারে ভিড় করছেন। মাছ, মাংস কিনতে হিড়িক পড়েছে। প্রশাসনের তরফে বারবার প্রচার চালানো হচ্ছে। কিন্তু সবাই শুনছেন না। তাই মানুষকে আরও সচেতন করতে শর্ট ফিল্ম তৈরীর ভাবনা। সুরজিৎ থেকে সম্বরণদা প্রত্যেককে ধন্যবাদ এই উদ্যোগে পাশে থাকার জন্য। মনোজ, অনুষ্টুপরা এক কথায় রাজি হয়ে শর্ট ফিল্ম তৈরিতে আমায় সাহায্য করেছে। আশা করি এই শর্ট ফিল্ম মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।" যে যার বাড়িতে বসেই পুরো শুটিং করা হয়েছে মোবাইলে। পুরো ছবিটাই সাদাকালো মোড়কে। এখন দেখার লক্ষ্মীর এই উদ্যোগ মানুষের মধ্যে কতটা সচেতনতা বাড়াতে পারে।
advertisement
ERON ROY BURMAN
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনে হঠাৎ "ডাল, ভাত, চোখা" নিয়ে হাজির মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা! কিন্তু কেন ?
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement