বড়দিন থেকে নতুন বছর... নিশ্চিন্তে ঘুরে আসুন! তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বড়দিন ও নববর্ষ উপলক্ষে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে রয়েছে ট্রেন নম্বর ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি –সাইরাং –গুয়াহাটি),  ০৫৯০৫/০৫৯০৬ (ডিব্রুগড় – লক্ষ্ণৌ – ডিব্রুগড়) এবং ০৪০৭৮/০৪০৭৭ (নিউ দিল্লি – কামাখ্যা – নিউ দিল্লি) রয়েছে, যা উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত সুবিধা প্রদান করবে।

News18
News18
নয়াদিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বড়দিন ও নববর্ষ উপলক্ষে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে রয়েছে ট্রেন নম্বর ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি –সাইরাং –গুয়াহাটি)০৫৯০৫/০৫৯০৬ (ডিব্রুগড় – লক্ষ্ণৌ – ডিব্রুগড়) এবং ০৪০৭৮/০৪০৭৭ (নিউ দিল্লি – কামাখ্যা – নিউ দিল্লি) রয়েছে, যা উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত সুবিধা প্রদান করবে।
advertisement
সেই অনুযায়ী, ০৫৬০৯/০৫৬১০ গুয়াহাটি – সাইরাং – গুয়াহাটি ক্রিসমাস স্পেশাল প্রত্যেক দিক থেকে ২টি ট্রিপ করে চলবে। ০৫৬০৯ (গুয়াহাটি – সাইরাং) স্পেশাল ট্রেনটি ২২ এবং ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে গুয়াহাটি থেকে সকাল ৬টায় রওনা করে সন্ধে সাড়ে সাতটায় সাইরাং পৌঁছাবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে ২টি এসি ৩-টায়ার, ২টি জেনারেল সেকেন্ড, ৮টি স্লিপার এবং ২টি জেনারেল লাগেজ-কাম-ব্রেক ভ্যান কোচ থাকবে।
advertisement
advertisement
০৫৯০৫/০৫৯০৬ (ডিব্রুগড় – লক্ষ্ণৌ – ডিব্রুগড়) স্পেশাল প্রত্যেক দিক থেকে ১টি ট্রিপ করে চলবে। ০৫৯০৫ (ডিব্রুগড় – লক্ষ্ণৌ) স্পেশাল ট্রেনটি ১৯ ডিসেম্বর ডিব্রুগড় থেকে দুপুর ২টোয় রওনা হয়ে দুপুর সাড়ে চারটেয় লক্ষ্ণৌ পৌঁছাবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে ১৪টি স্লিপার কোচ এবং ২টি জেনারেল লাগেজ-কাম-ব্রেক ভ্যান কোচ থাকবে।
০৪০৭৮/০৪০৭৭ (নিউ দিল্লি – কামাখ্যা – নিউ দিল্লি) রিজার্ভ স্পেশাল প্রত্যেক দিক থেকে ৩টি ট্রিপ করে চলবে। ০৪০৭৮ (নিউ দিল্লি – কামাখ্যা) স্পেশাল ট্রেনটি ২০, ২৫ ও ৩০ ডিসেম্বর নিউ দিল্লি থেকে সন্ধে ৭.১৫-তে রওনা দিয়ে তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় কামাখ্যা পৌঁছাবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে ২টি এসি-২ টায়ার, ৪টি এসি-৩ টায়ার, ৪টি জেনারেল সেকেন্ড ক্লাস ও ৮টি স্লিপার কোচ থাকবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বড়দিন থেকে নতুন বছর... নিশ্চিন্তে ঘুরে আসুন! তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement