Ronaldo Hotel: রোনাল্ডোর ৫০০ কোটির হোটেল নিয়ে নতুন সমস্যা! মন খারাপ পর্তুগিজ তারকার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
প্যারিস: খারাপ সময় যখন আসে, তখন বিভিন্ন দিক থেকে মানুষকে সমস্যায় ফেলে। সেটাই হচ্ছে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। বিশ্বের বড় বড় শহরে তাঁর নামে পাঁচতারকা হোটেল থাকবে—ক্রিস্টিয়ানো রোনালদো এই ইচ্ছার কথা প্রথম জানিয়েছিলেন ২০১৫ সালে। সেই ইচ্ছার প্রথম ধাপ পেরিয়েছেন পরের বছর। জন্মস্থান পর্তুগালের মাদেইরাতেই উদ্বোধন করেছেন ‘সিআর সেভেন’ হোটেল।
এরপর একে একে পর্তুগালের রাজধানী লিসবন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক, স্পেনের রাজধানী মাদ্রিদ ও মরক্কোর মারাক্কেশে নিজ নামে হোটেল প্রতিষ্ঠা করেন। তাঁর সব হোটেল নির্মাণ করেছে আন্তর্জাতিক পর্যটন ও অবকাশ ব্যবস্থাপনা গ্রুপ পেস্তানা। সেই একই কোম্পানি তাঁর আরেকটি হোটেল বানিয়ে দিতে গড়িমসি করছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে রোনালদোর ষষ্ঠ হোটেল চালু হওয়ার কথা ছিল ২০২১ সালে।
advertisement
advertisement
এখন শোনা যাচ্ছে, ২০২৭ সালের আগে হোটেলের কাজ সম্পন্ন করা সম্ভব নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, প্যারিসের বিখ্যাত সিন নদীর পাশে নির্মাণাধীন হোটেলটিই অন্যগুলোর চেয়ে বড়। হোটেলে ২০০টি বিলাসবহুল কক্ষ, ছাদে পানশালা ও সুইমিংপুল থাকবে। ছাদ থেকে পুরো প্যারিস শহরের সৌন্দর্য উপভোগ করা যাবে। হোটেলটি নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৯৮ লাখ ইউরো, ভারতীয় মুদ্রায় যা ৫০০ কোটি টাকার কাছাকাছি।
advertisement
Cristiano Ronaldo's £53m Paris hotel won't open for another FOUR years https://t.co/zEuIuoi2q3 pic.twitter.com/QvHC22gVLB
— Daily Mail Online (@MailOnline) April 25, 2023
কিন্তু নগর কর্তৃপক্ষ যাবতীয় অনুসন্ধান শেষে অনুমোদন দিতে দেরি করায় আর মহামারি করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় হোটেল নির্মাণের কাজ ধীরগতিতে এগোচ্ছে। এত দিনে হোটেল উদ্বোধনের দু বছর পেরিয়ে যাওয়ার কথা থাকলেও নির্মাণকাজ নাকি মাত্র শুরু হয়েছে! মাঠে সময়টা এমনিতেই ভাল যাচ্ছে না রোনালদোর।
advertisement
আল নাসরের হয়ে টানা ৩ ম্যাচ গোল করতে ব্যর্থ হয়েছেন; দলও জয় পায়নি ওই ৩ ম্যাচে। সর্বশেষ দুটি ম্যাচে তো হেরেই গেছে। মঙ্গলবার রাতে আল হিলালের কাছে হেরে সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে আল নাসর। আর গত রাতে আল ওয়েহদার কাছে হেরে বিদায় নিয়েছে কিংস কাপ থেকে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা এবার ব্যবসা খাতেও বড় ধাক্কা খেলেন। তবে রোনাল্ডো হেরে যেতে শেখেননি। দেরি হলেও প্যারিসে স্বপ্নের হোটেল তিনি খুলবেন কথা দিয়েছেন ভক্তদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 4:40 PM IST