হোম /খবর /খেলা /
'সচিনের ছেলেকে ট্রোল করবেন না প্লিজ'! অর্জুনের ভবিষ্যৎ সাফল্য কামনায় সুন্দরী

'সচিনের ছেলেকে ট্রোল করবেন না প্লিজ'! অর্জুনের ভবিষ্যৎ সাফল্য কামনায় বলিউড সুন্দরী

সচিনের ছেলেকে নিয়ে চিন্তিত নায়িকা

সচিনের ছেলেকে নিয়ে চিন্তিত নায়িকা

  • Share this:

মুম্বই: এবারের আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অর্জুন তেন্ডুলকারের। প্রথম কয়েকটি ম্যাচে মোটামুটি পারফরম্যান্স অর্জুন দিলেও, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তার তৃতীয় ওভারে ৩১ রান দেওয়া নিয়ে ইতিমধ্যেই শোরগোল পরে গেছে। এটা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ওভার। এই ওভারের পর থেকেই নানা মহলে অর্জুনকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অর্জুনকে নিয়ে উদ্বিগ্ন পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা। তিনি আশঙ্কা প্রকাশ করছেন আইপিএলে নবীন অর্জুন যেন কটাক্ষের শিকার না হন। তার দলেরই স্যাম কারেন ও হরপ্রীত বারের ব্যাটিং দাপটে এক ওভারে ৩১ রান দেন অর্জুন। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে প্রীতি জিন্টা বলেন, আশা করি সব ঠিক হবে ও ভালোই হবে।

ছোটবেলা থেকে যাকে আমি দেখেছি, তার জন্য আমি সহানুভূতিশীল, তার পদবী তেন্ডুলকার বলে বলছি না, আমি আশা করি ও দারুনভাবে প্রত্যাবর্তন করবে, আমি চাই না সে ট্রোলড হোক, কারণ এটা সবার সঙ্গেই হয়ে থাকে। যদিও অর্জুন তেন্ডুলকার নিয়ে অন্যরকম একটি মন্তব্য করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি।

তিনি বলেছেন, অর্জুন দলে অতিরিক্ত একজন বোলার। এটা নিশ্চিত নয় যে ও তৃতীয় ওভার বল করবেই। অতিরিক্ত একটা ওভার তাকে প্রথম স্পেলেই দেওয়া যেতো বলে মনে করছেন মুডি। তিনি বলেন, তেন্ডুলকার তার কাজ করেছে। অনেক অভিজ্ঞ বোলারও অতিরিক্ত ওভারে মার খায়। ও অতিরিক্ত বোলার।

অতিরিক্ত বোলার চার ওভার বল করতে বাধ্য নয়। ও প্রথম স্পেলে ভালো বল করেছে একটি উইকেট নিয়েছে ও ওভারপিছু ৯ রান দিয়েছে। তুমি তর্ক করতে পারো না যে শেষ ওভারে গ্রিনকে বল না দিয়ে ওকে বল দেওয়া উচিত ছিলো। গ্রিন একজন আন্তর্জাতিক বোলার এবং ও খুব খারাপ বল করেছে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Arjun Tendulkar, Preity Zinta