ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চূড়ান্ত অপমানিত রোনাল্ডো! বোমা ফাটালেন পর্তুগিজ মহাতারকা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo blasts Manchester United manager Erik ten Hag and feels betrayed reveals in interview. ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চূড়ান্ত অপমানিত রোনাল্ডো! বোমা ফাটালেন পর্তুগিজ মহাতারকা
#ম্যাঞ্চেস্টার: আর কদিন পরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ফুটবল। তার আগে বিরাট বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার জানিয়েছেন তিনি তার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে অপমানিত বোধ করছেন। তার মানসিকতায় এর খারাপ প্রভাব পড়ছে। নিজের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী দলটি সিআরসেভেনের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। এমনটিই জানিয়েছেন তিনি। টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সাক্ষাৎকারে রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না।
advertisement
advertisement
জবাবে রোনালদো বলেন, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে দল ছাড়তে চাপ দেওয়ার চেষ্টা করেছিল। শুধু কোচই নন, আরো দু-তিনজন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি। আমার মনে হয়, কিছু লোক আমাকে ম্যান ইউতে চায় না। এই মরশুমে নয়, গত মরশুম থেকেই এমনটা হয়েছে। ম্যান ইউয়ের বর্তমান কোচ এরিক টেন হাগের প্রতি কোনো সম্মান নেই বলেও জানান রোনাল্ডো।
advertisement
"I feel betrayed." EXCLUSIVE: Cristiano Ronaldo tells Piers Morgan he feels like he's being forced out of Manchester United in an explosive interview. 90 Minutes with Ronaldo. Wednesday and Thursday at 8pm on TalkTV.@cristiano | @piersmorgan | @TalkTV | #PMU pic.twitter.com/nqp4mcXHB0
— Piers Morgan Uncensored (@PiersUncensored) November 13, 2022
advertisement
তার প্রতি আমার কোনো সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান, আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই। ইউনাইটেডে সমর্থকদের সত্যটা জানা দরকার বলে মনে করেন পর্তুগিজ মহা তারকা। আমি মনে করি, সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি।
advertisement
স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি। আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সমর্থন দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 1:11 PM IST