আজ জন্মদিন রিচার, মেয়রের হাতে ভারতীয় দলের জার্সি তুলে দিলেন বাংলার ক্রিকেটার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Richa Ghosh: আট বছর থেকে জন্মদিনের দিন রিচা কখনোই বাড়িতে থাকতে পারেন না।
শিলিগুড়ি : প্রায় আট বছর পর জন্মদিনে নিজের বাড়িতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ। তাঁর বাড়িতে গিয়ে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার মেয়র কাউন্সিলর-সহ অন্যরা শিলিগুড়ির কলেজপাড়া এলাকাতে অবস্থিত রিচা ঘোষের বাড়িতে গিয়ে কেক কাটেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জানা যায়, প্রায় আট বছর থেকে জন্মদিনের দিন রিচা কখনোই তাঁর বাড়িতে থাকতে পারেননি। কিন্তু এশিয়ান গেমসে সোনার জয়ের পর গতকালই তিনি বাড়িতে ফিরেছেন।
advertisement
আরও পড়ুন- ODI WC 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে ‘জওয়ানের’ বার্তা, কী বললেন শাহরুখ খান
এবার তাঁর জন্মদিন জাঁকজমকের সঙ্গে পালন করছে তাঁর পরিবার। ফলে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছে যান মেয়র এবং কাউন্সিলরাও। জন্মদিনের উপহারও রিচার হাতে তুলে দেন মেয়র গৌতম দেব। রিচাও ভারতীয় ক্রিকেট দলের জার্সি মেয়রের হাতে তুলে দেন।
advertisement
এর পর রিচার পরিবারের তরফে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। রিচা জানিয়েছেন, “বিগত আট বছর ধরে বাড়িতে জন্মদিনে ছিলাম না। এবার বহুদিন পরে বাড়িতে থাকতে পেরে খুব ভাল লাগছে।”
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, “এবার বহুদিন পরে মেয়েকে জন্মদিনের পাশে পেয়েছি। তাই একটু বড় আকারে সেলিব্রেট করছি। রিচা বরাবরই ফ্রাইড রাইস খেতে পছন্দ করে। খাওয়া-দাওয়ার রুটিন চেঞ্জ হয়েছে। বাড়ির মায়ের হাতের রান্না অনেকদিন খায় না। মা রেঁধে যা খাওয়াবে সেটাই মেয়ের পছন্দ।”
advertisement
আরও পড়ুন- লক্ষ্মীপুজোর দিন ডার্বি নয়! তা হলে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচ কবে? বদলাবে দিন
অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, ” সবাই আনন্দের সঙ্গে রিচার জন্মদিন উপভোগ করলাম। নিজের জন্মদিনের রিচা মহকুমা ক্রীড়া পরিষদ ও শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকে খেলার উন্নতিকরনের জন্য এক লক্ষ টাকা তুলে দেন।”
অনির্বাণ রায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 7:24 PM IST