লক্ষ্মীপুজোর দিন ডার্বি নয়! তা হলে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচ কবে? বদলাবে দিন
- Published by:Suman Majumder
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
ISL Derby: আইএসএল ডার্বির দিন বদল! ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ কবে? জেনে নিন।
কলকাতা: ডার্বির দিন পরিবর্তন। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচের দিন পরিবর্তন হচ্ছে। আইএসএল কর্তৃপক্ষ যে সূচি ঘোষণা করেছিল তাতে লক্ষ্মীপুজোর দিন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেওয়া হয়। অর্থাৎ ২৮ শে অক্টোবর আইএসএল ডার্বি।
কিন্তু রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মী পুজোর দিন ইস্টবেঙ্গল মোহনবাগানের হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না সরকারের পক্ষে।
এমনিতেই পুজো, তার ওপর সেই দিন কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস মুখোমুখি হবে ইডেনে। ফলে সেখানেও নিরাপত্তা প্রয়োজন।
advertisement
আরও পড়ুন- SRK on Kohli: শাহরুখ খানের ‘জামাই’ বিরাট কোহলি! স্বয়ং ‘জওয়ানের’ মন্তব্যে তোলপার
উৎসবের মরশুমে একই দিনে এত পুলিশ মোতায়ন করা সম্ভব নয় বলেই ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন। শুধু ডার্বি নয়, সপ্তমীর দিন ইস্টবেঙ্গল বনাম গোয়ার ম্যাচ এবং দশমীর দিন এফসি কাপের মোহনবাগান ম্যাচ আয়োজনেও নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। তারপরই দিন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়।
advertisement
সূত্রের খবর, ডার্বির দিন পাল্টে পয়লা নভেম্বর হতে চলেছে। পয়লা নভেম্বর পড়েছে বুধবার। শেষ পর্যন্ত এই দিন ম্যাচ হলে সপ্তাহের মাঝেই আয়োজিত হবে ডার্বি।
পয়লা নভেম্বর ম্যাচ আয়োজন সম্ভব কিনা সেটা জানতে চেয়ে প্রশাসন এবং ক্লাব কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। ডার্বির মতো ইস্টবেঙ্গল-গোয়ার ম্যাচেরও দিন পরিবর্তন হতে পারে বলে খবর।
advertisement
তবে এফসির ম্যাচের দিন নয়, স্থান পরিবর্তন হচ্ছে। মোহনবাগান সুপারজায়ান্ট তাদের এএফসি কাপের ম্যাচ সম্ভবত কলকাতা থেকে সরিয়ে ওড়িশা নিয়ে যাচ্ছে বলে খবর।
আরও পড়ুন- Asian Games: জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর
কিন্তু ডার্বি কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই এফএসডিএলের। কারণ আইএসএলের প্রথম ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবল দ্বৈরথ। যা সমর্থকরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। তাছাড়া প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান সুপারজায়ান্ট।
advertisement
ম্যাচটি স্থানান্তরিত হলে গেট সেল থেকে প্রাপ্ত অর্থে বিরাট ধাক্কা খাবে। সবকিছু ছাপিয়ে দুই যুযুধান দলের সমর্থকদের ভাবাবেগ ধাক্কা খাবে। এই অবস্থায় সমাধান সুত্র বের করতে আইএসএলের ক্রীড়াসূচিতে পরিবর্তন হতে চলেছে। সবচেয়ে আকর্ষনীয় ডার্বি ম্যাচ ২৮ অক্টোবরের বদলে পয়লা নভেম্বর সম্ভবত হতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 2:39 PM IST