Cricketer Blasts Against Agarkar: কোথাও কী বড় গণ্ডগোল আছে নাকি! শামির পর এবার আরও এক ক্রিকেটার তোপ দাগলেন, নিশানা সেই আগরকর

Last Updated:

Cricketer Blasts Against Agarkar: কর্নাটক বনাম গোয়া রনজি ট্রফি ম্যাচে দারুণ শতরান করুন নায়ারের

আগরকরের বিরুদ্ধে মুখ খুললেন করুণ নায়ার
আগরকরের বিরুদ্ধে মুখ খুললেন করুণ নায়ার
নয়াদিল্লি: ভারতীয় দলে তাঁর আর জায়গা হয় না, কিন্তু পারফরম্যান্সের নিরিখে প্রশ্ন তোলা হলে এই প্রশ্নই ওঠে তাতে এই কথাই হয় যে পারফরম্যান্স দিয়েও কাজের কাজ হয় না৷ রনজি ট্রফিতে কর্নাটকের হয়ে গোয়ার বিপক্ষে ১৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দলের বাইরে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান করুণ নায়ার। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রতি করুণ নায়ারের বিতৃষ্ণাভাবে স্পষ্টভাবে ফুটে উঠল। তিনি রেগে গেলেও সভ্যতার সীমা লঙ্ঘন করেননি৷ তিনি বলেন, এর চেয়ে ভাল ট্রিটমেন্চ আমার প্রাপ্য ছিল।
আগরকর কী বললেন?
গত বছর, করুণ নায়ার রনজি ট্রফিতে বিদর্ভের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন, তাঁদের শিরোপা জিততেও সাহায্য করেছিলেন। এই পারফরম্যান্সের ফলে তিনি ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ায় ফিরে আসার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি ভাল পারফর্ম করতে পারেননি, যার ফলে ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজের হোম সিরিজে তাঁকে দলে বাছাই করেননি প্রধান নির্বাচক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘোষণার সময়, আগারকরকে করুণ নায়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে আদর্শভাবে আমরা করুণ নায়ারকে আরও সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু ইংল্যান্ড সফরে তার পারফরম্যান্স তাঁকে আরও সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
advertisement
advertisement
করুণ নায়ারের প্রতিক্রিয়া
কর্নাটক বনাম গোয়া রনজি ট্রফি ম্যাচের ফাঁকে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে করুণ নায়ার বলেন, “অবশ্যই, এটা খুবই হতাশাজনক।” তিনি আরও বলেন, ‘‘গত দুই বছরের পর, আমার মনে হয়েছে আমি আরও ভাল কিছু পাওয়ার যোগ্য ছিলাম। আমাকে কেবল একটি সিরিজের চেয়ে বেশি কিছু সুযোগ দেওয়া উচিত ছিল। দলে কিছু খেলোয়াড় আছে যাঁরা তাঁদের এক্সপিরিয়েন্স নিয়ে আমার সঙ্গে ভালভাবে কথা বলেছে। এটা এমন কিছু যা আমার মনে গেঁথে আছে। কিন্তু দ্বিতীয় চিন্তা হবে তোমার কাজটা করা অর্থাৎ রান করা এবং মানুষকে তাঁদের মতামত জানাতে দেওয়া।”
advertisement
করুণ নায়ার হাল ছাড়বেন না
পেশাদার ক্রিকেটে তার পরবর্তী লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, করুণ বলেন যে তিনি জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছাড়ছেন না। “সত্যি বলতে, আমার পরবর্তী লক্ষ্য কী হতে পারে? আমি শুধু আমার দেশের হয়ে খেলতে চাই। যদি তুমি তা না পারো, তাহলে পরবর্তী কাজ হল তুমি যে দলের হয়ে খেলছো তার জন্য খেলা জেতার চেষ্টা করা।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricketer Blasts Against Agarkar: কোথাও কী বড় গণ্ডগোল আছে নাকি! শামির পর এবার আরও এক ক্রিকেটার তোপ দাগলেন, নিশানা সেই আগরকর
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement