#IPL2020: ‘লোগো কা কাম হ্যায় কহনা’- উচ্ছ্বসিত বিরাটের নয়া ট্যুইট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রতিপক্ষের লোগো দেখে দুষ্টু মন্তব্য Sunrisers Hyderabad -র
#বেঙ্গালুরু : ভারতের যেমন অধিনায়ক বিরাট কোহলি , তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও অধিনায়ক তিনিই ৷ তবে ভারত অধিনায়ক হিসেবে যেরকম একের পর এক সাফল্য চেখেছেন কোহলি, আইপিএলে ফ্রাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে তার কাছ দিয়ে যেতে পারেননি তিনি ৷ ফাইনাল খেলা হলেও এখনও অবধি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির দল ৷
২০২০ -র আইপিএলের আগে নয়া লোগো লঞ্চ করলে আরসিবি ৷ আর নিজের দলের নয়া লোগো দেখে উচ্ছ্বসিত ক্যাপ্টেন কোহলি ৷ নিজের দলের লোগোর ভিডিওটি শেয়ার করে বিরাট লিখেছেন,‘ লোগো কা কাম হ্যায় কহ না’ - এখান লোগো টা মানুষ নয় ইংরাজি শব্দ Logo হিসেবেই হয়ত বলেছেন , কিন্তু এই লাইনটা বাছার পিছনে কোথাও সুপারহিট হিন্দি গান অমরপ্রেমের কুছ তো লোগ কহেঙ্গে কাজ করেছে ৷ এইভাবেই হয়ত সমালোচকদের নিন্দাকে অগ্রাহ্য করতে চেয়েছেন বিরাট কোহলি ৷ তিনি লিখেছেন নতুন লোগো দেখে তিনি উত্তেজিত ৷ মাঠে খেলোয়াড়দের নতুন স্পিরিট নিয়ে আসতে বলেছেন ৷
advertisement
LOGO ka kaam hai kehna.Thrilled to see our new @rcbtweets logo. It embodies the Bold pride and challenger spirit that our players bring to the field. Can’t wait for #IPL2020 #NewDecadeNewRCBhttps://t.co/n8c24JqbAl
— Virat Kohli (@imVkohli) February 14, 2020
advertisement
advertisement
"Embodying the bold pride and the challenger spirit, we have unleashed the rampant lion returning him to the Royal lineage," RCB wrote on their social media profiles.
আরসিবি নিজেদের নতুন লোগো পোস্ট করে ট্যাগলাইন দিয়েছে ‘নতুন দশক, নতুন আরসিবি, এটা আমাদের লোগো, সাহসী খেলো ৷ ’২০০৮ সালের পর থেকে একবারও আইপিএল ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের নামও বদলেছে আরসিবি ৷ তাই নিয়ে বিতর্কও হয়েছিল ৷ খোদ অধিনায়ক লিখেছিলেন পোস্ট এল অদৃশ্য হল আর অধিনায়ক জানল না, কোনও সাহায্য লাগলে জানিও আরসিবি ৷ এই সময় চিন্তিত হয়েছিলেন এবি ডিভিলিয়ার্স , যজুবেন্দ্র চাহাল ও ৷
advertisement
এদিকে আরসিবি-রনতুন লোগো নিয়ে উচ্ছ্বসিত আরও এক দক্ষিণী ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ ৷ তারা লিখেছে বেশ চটুল কমেন্ট ৷ ‘Ee sala logo chaala bagund’ -যার অর্থ এটা ভীষণ কুল লোগো ৷
Ee sala logo chaala bagundi! The #OrangeArmy is ready to #PlayBold yet again this seasonhttps://t.co/43v0Fyq5U5 pic.twitter.com/vrbJanoa8y
— SunRisers Hyderabad (@SunRisers) February 14, 2020
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2020 8:31 PM IST