‘কিসমত আচ্ছা হ্যায়’- সচিনকে সোশ্যাল মিডিয়ায় ‘আক্রমণ’ সৌরভের !!!

Last Updated:

‘ইয়ে দোস্তি হাম নেহি...

#মেলবোর্ন : বৃহস্পতিবার সচিন তেন্ডুলকর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চুটিয়ে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছিলেন ৷ সাউথব্যাঙ্কে রাস্তার ধারে একটি বেঞ্চে আরাম করে বসে তিনি লিখেছিলেন , ‘সূর্যে স্নান করছি’ ৷ ক্রিকেট ভগবানের এই সুন্দর পোস্টে দেদার ভালোবাসা দেখিয়েছেন ফ্যানরা ৷ তবে সবার কমেন্টকে পিছনে ফেলে দিয়ে যেটা ভাইরাল হয়েছে তা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কমেন্ট ৷ সচিনের প্রাক্তন সতীর্থ বর্তমানের বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ একেবারে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ৷
advertisement
নিজের পুরোন সতীর্থকে একহাত নিয়ে তিনি বলেছেন কিছু মানুষেরই ভাগ্য ভালো হয় ৷ দাদা যেটা লিখেছেন সেটা হল‘কিসি কিসি কা কিসমত আচ্ছা হ্যায়-ছুট্টি মানাতে রহো’ - এই কথার মানে কারোর কারোর কপাল ভালো হয় ৷ ছুটি কাটাতে থাকো ৷ মাস্টারব্লাস্টারের পোস্টে হিন্দিতে দাদার এই কমেন্ট এখন সুপারহিট ৷
advertisement
Photo- Instagram Photo- Instagram
advertisement
দাদার এই কথার আবার পাল্টা উত্তরও দিয়েছেন নিজের মন্তব্যে তিনি বলেছেন  যে ‘ ১০ মিলিয়ন মার্কিন ডলার রোজগার হয়েছে বুশপায়ার ক্রিকেট ব্যাশ থেকে তাই ছুটি কাটানোটার মানে আছে ৷ এদিকে দাদার পাসাপাশি হরভজন সিংও এই পোস্টে সচিনের লেগপুল করেছেন ৷
advertisement
৪৬ বছরের তেন্ডুলকর নিজের অবসর ভেঙে এই চ্যারিটি ম্যাচে খেলেন ৷ অস্ট্রেলিয়ান মহিলা অলরাউন্ড ক্রিকেটার বুশফায়ার ক্রিকেট ব্যাশ ম্যাচে বিরতির সময় বল করেন ৷ অস্ট্রেলিয়ার বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ চ্যারিটি ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷ প্রথমে বিদব্যাশের কার্টেনরেজার হিসেবে এই ম্যাচ আয়োজন করার কথা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে তা রবিবার সিডনি থেকে মেলবোর্নে সরিয়ে আনা হয় ৷ অস্ট্রেলিয়ায় বুশফায়ারের জন্য ৩৩ জনের মৃত্যু হয় ও হাজার হাজার মানুষ গৃহহীণ হয়েছিলেন ৷
advertisement
রিকি পন্টিং একাদশ একা রানে জয় লাভ করেছিল গিলক্রিস্ট একাদশের বিরুদ্ধে ৷ ১০ ওভারে রান হয়েছিল ১০৫ ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘কিসমত আচ্ছা হ্যায়’- সচিনকে সোশ্যাল মিডিয়ায় ‘আক্রমণ’ সৌরভের !!!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement