হোম /খবর /খেলা /
Pink Ball টেস্ট ঘিরে বাড়ছে উত্তাপ,কলকাতায় পৌঁছে গেলেন কোহলি -রাহানে

Pink Ball টেস্ট ঘিরে বাড়ছে উত্তাপ, কলকাতায় পৌঁছে গেলেন বিরাট কোহলি -অজিঙ্ক রাহানে

Photo- AP

Photo- AP

Pink Ball টেস্টের উইকেট কি আজই দেখবেন বিরাট কোহলি ...

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা : পিঙ্ক বল টেস্ট ঘিরে উত্তাপ বাড়ছে . কলকাতায় শীত পড়ব পড়ব করেও আসছে না তার কারণ বোধহয় ভারতের প্রথম ডে -নাইট টেস্টের জন্য প্রহর গুনছে কলকাতা ৷ কলকাতায় ক্রিকেট ম্যাচ হলে এটাই বৈশিষ্ট্য ম্যাচের উত্তাপ এক ধাক্কায় কয়েক গুণ চড়ে যায় যখন ভারতীয় দল শহরে ঢোকে  ৷ আর মঙ্গলবার সকালে ৯ টা ৪০ কলকাতায় পৌঁছে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানে ৷

    বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইডেনে ৷ টেস্ট খেলতে কলকাতায় কোহলি,রাহানে ৷  দলের বাকিরা পৌঁছবেন দুপুরের বিমানে ৷ ভারতে প্রথম দিন-রাতের টেস্ট ইডেনে ৷  গোলাপি বলে হবে ইডেন টেস্ট ৷ ২২ নভেম্বর ইডেনে ঐতিহাসিক ম্যাচ ৷  পিঙ্ক ইডেন হাউসফুলক্রিকেটের নন্দনকাননে টিকিটের হাহাকার ৷ সিএবি আগেই জানিয়েছিল অধিনায়ক বিরাট কোহলির পছন্দ অনুযায়ি ইডেনে পিচের চরিত্র তৈরিতে গুরুত্ব দিয়েছেন পিচ কিউরেটররা ৷ তবে মঙ্গলবারই অধিনায়ক পিচ দেখবেন কিনা তা জানা যায়নি ৷ সূত্রের খবর অনুযায়ি নিশ্চয়তা না থাকলেও মঙ্গলবারই ক্যাপ্টেন কোহলির ইডেন যাওয়ার সম্ভবনা উজ্জ্বল ৷ ঐতিহাসিক টেস্ট ম্যাচে কোন উইকেটে ভারতকে খেলতে হবে তা জানতে চান তিনি ৷

    আরও পড়ুন - KKR রাখল না , তারপর যা করলেন ক্রিস লিন

    ইনদওরে আগের টেস্টে ৩ দিনে বাংলার বাঘদের খতম করেছে টিম ইন্ডিয়া ৷ ইনিংস ও  ১৩০ রান ম্যাচ জেতায় বাড়তি আত্মবিশ্বাস থাকলেও এই ম্যাচকে আলাদা গুরুত্ব দিচ্ছেন টিম কোহলি ৷

    আরও দেখুন

    First published:

    Tags: Eden Test, India Vs Bangladesh, Pink Ball Test, Virat Kohli, ইডেন টেস্ট, পিঙ্ক বল টেস্ট, বিরাট কোহলি, ভারত বনাম বাংলাদেশ