বাংলাদেশের জয়ে দাদা-র শুভেচ্ছা, বোর্ড প্রেসিডেন্টের বিশেষ ট্যুইট, বিরাটকে নিয়েও সোজাসাপ্টা জবাব সৌরভের

Last Updated:

বোর্ড সভাপতি পদে গিয়ে অনবদ্য দাদা

#মুম্বই :  ভারতীয় বোর্ডের মসনদে তিনিই এখন বোর্ড প্রেসিডেন্ট ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই অবশ্য ভারত হেরেছে ৷ তাও তাদের থেকে ধারেভারে পিছিয়ে থাকা বাংলাদাশের কাছে ৷ তবে দিল্লিতে রবিবার ম্যাচ সফলভাবে আয়োজন বড় চ্যালেঞ্জ ছিল কারণ দিল্লিতে দূষণের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকেছে ৷ তারপরেও প্রেসিডেন্ট সৌরভ অনড় ছিলেন দিল্লির ফিরোজ শাহ কোটালাতে নির্ধারিত সময়েই হবে ম্যাচ ৷ আর তাই হয়েছে ৷
ম্যাচ শেষে নিজের ট্যুইট বার্তায় রোহিত শর্মা ও বাংলাদেশকে দলকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজ ৷
advertisement
advertisement
পরিকূল পরিস্থিতিতে দুই দলই খেলেছে তাকেই সাধুবাদ জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ৷ পাশাপাশি বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতায় খুশি হয়ে তাঁদের  অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করার পর বাংলাদেশ মুশফিকুর রহিমের ৬০ রানের সুবাদে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৷ সাত উইকেটে দিল্লির প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে যায় বাংলাদেশ ৷
advertisement
এদিকে বাংলাদেশকে নিয়ে মন্তব্যের পর সৌরভ বিরাট কোহলিকে নিয়েও নিজের মনোভাব পরিষ্কার জানিয়েছেন ৷ বিরাটকে নিয়ে কাজ করা কি কষ্টকর প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন, ‘একটুও শক্ত নয়, আমি দল নির্বাচনের বিষয়ে মাথা গলাব না ৷ ’
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশের জয়ে দাদা-র শুভেচ্ছা, বোর্ড প্রেসিডেন্টের বিশেষ ট্যুইট, বিরাটকে নিয়েও সোজাসাপ্টা জবাব সৌরভের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement