বাংলাদেশের জয়ে দাদা-র শুভেচ্ছা, বোর্ড প্রেসিডেন্টের বিশেষ ট্যুইট, বিরাটকে নিয়েও সোজাসাপ্টা জবাব সৌরভের
Last Updated:
বোর্ড সভাপতি পদে গিয়ে অনবদ্য দাদা
#মুম্বই : ভারতীয় বোর্ডের মসনদে তিনিই এখন বোর্ড প্রেসিডেন্ট ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই অবশ্য ভারত হেরেছে ৷ তাও তাদের থেকে ধারেভারে পিছিয়ে থাকা বাংলাদাশের কাছে ৷ তবে দিল্লিতে রবিবার ম্যাচ সফলভাবে আয়োজন বড় চ্যালেঞ্জ ছিল কারণ দিল্লিতে দূষণের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকেছে ৷ তারপরেও প্রেসিডেন্ট সৌরভ অনড় ছিলেন দিল্লির ফিরোজ শাহ কোটালাতে নির্ধারিত সময়েই হবে ম্যাচ ৷ আর তাই হয়েছে ৷
ম্যাচ শেষে নিজের ট্যুইট বার্তায় রোহিত শর্মা ও বাংলাদেশকে দলকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজ ৷
Thank u to both the teams to play this game @ImRo45 @BCBtigers under tuff conditions .. well done bangladesh ..
— Sourav Ganguly (@SGanguly99) November 3, 2019
advertisement
advertisement
পরিকূল পরিস্থিতিতে দুই দলই খেলেছে তাকেই সাধুবাদ জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ৷ পাশাপাশি বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতায় খুশি হয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করার পর বাংলাদেশ মুশফিকুর রহিমের ৬০ রানের সুবাদে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৷ সাত উইকেটে দিল্লির প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে যায় বাংলাদেশ ৷
advertisement
এদিকে বাংলাদেশকে নিয়ে মন্তব্যের পর সৌরভ বিরাট কোহলিকে নিয়েও নিজের মনোভাব পরিষ্কার জানিয়েছেন ৷ বিরাটকে নিয়ে কাজ করা কি কষ্টকর প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন, ‘একটুও শক্ত নয়, আমি দল নির্বাচনের বিষয়ে মাথা গলাব না ৷ ’
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2019 6:21 PM IST