তখন মাত্র ১৫, অনু মালিকের লালসা ছাড়েনি, বিস্ফোরক গায়িকা
Last Updated:
#মুম্বই: বলিউডে যেখানেই কান পাতা যায় সেখানেই যৌন হেনস্তার ঘটনা শুনতে পাওয়া যায় ৷ নারী-পুরুষ নির্বিশেষে এইভাবে শোষণের শিকার হন ৷ #MeTooর পর থেকে বিভিন্ন এই ধরণের শোষণের ঘটনা একটা প্ল্যাটফর্ম পেয়েছে ৷ একাধিক ঘটনা সামনে চলে এসেছে ৷
শ্বেতা পণ্ডিত তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনা সামনে নিয়ে এসেছেন ৷ এবারের অভিযোগের তির অনু মালিকের দিকে ৷ এর আগেও এই সঙ্গীত পরিচালকের দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷
advertisement
advertisement
নেহা ভাসিন এই তালিকায় সম্প্রতি অভিযোগের তির তুলে ট্যুইট করেছিলেন, সেই ট্যুইটেই নিজের ঘটনার কথা তুলে ধরেছেন শ্বেতা পণ্ডিত ৷
Shweta pandit was 15 when he misbehaved what does a child say. The shame u feel, the fear, the confusion. Please we need to stop questioning tje victim. Its time u question the criminals https://t.co/UX9KMafgYt
— Neha Bhasin (@nehabhasin4u) October 31, 2019
advertisement
Neha I support & stand by you. But 1 thing bothers me why to bring issues so late, Why didnt you react then and there only, Why didnt you slap him, Why didnt you make complaint, Why to wait so long It shows few women remain silent in the hope that their career may flourish. SAD — Smita Kohli (@smita_kohli) October 31, 2019
advertisement
আসলে নেহা ভাসিনের অভিযোগে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন, ‘‘ ২০১৯ দাঁড়িয়েও আমরা প্রশ্নের সামনে দাঁড়াই কেন আমরা নির্যাতিতা হয়েছিলাম ৷ ২ দশক আমি এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত এখনও কিছু সংকীর্ণমনা মানুষ জিজ্ঞাসা করে কেন আমরা আগে বলিনি ৷ সত্যিই হেরো!২০০১ সালে আমি স্কুলে পড়তাম, তাহলে তখন বললে কী হত ? ধন্যবাদ #MeToo-কে ৷
advertisement
Even in 2019, we are being questioned as victims,after myself being a professional singer in this industry for 2 decades-some narrow minds-why we didnt speak then?Really losers? Imagine what would happen off me if i did speak in 2001 when i was a school kid? Thank God for #MeToo https://t.co/7EEytDozpA
— Shweta Pandit Fucci (@ShwetaPandit7) November 1, 2019
advertisement
আসলে ইন্ডিয়ান আইডলের বিচারক হয়েছেন অনু মালিক ৷ আর এরপর থেকেই একটা বিক্ষুব্ধ অংশ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ আর এতেই মুখ খুলেছেন সকলে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2019 4:15 PM IST