বাপ কি বেটি...সৌরভকে পাল্টা দিলেন সানা, বুঝিয়ে দিলেন কার মেয়ে তিনি...

Last Updated:

পুরোন প্রবাদ এখনও কাজ করে...

#কলকাতা:  ভারত বনাম বাংলাদেশ Pink Ball Test এ দাদা দারুণ কাজ করেছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI -র প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় ক্রিকেটকে একটা বড় ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন ৷  এই বিসিসিআই প্রেসিডেন্টকেই কিনা ট্রোল হতে হল সোশ্যাল মিডিয়ায় ৷ আবার কে ট্রোল করেছে জানেন তার নিজের মেয়ে সানা ৷
সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনের মাঠে একটি গম্ভীর মুখের ছবি পোস্ট করেছিলেন ৷ তার নিচে সানা গঙ্গোপাধ্যায় কমেন্ট করেন, ‘হোয়াট ইজ দিজ দ্যাট আর ইউ নট লাইকিং৷ ’ অর্থাৎ কী এমন দেখছ যেটা তোমার ততটা পছন্দ হচ্ছে না ৷
advertisement
advertisement
দাদাও ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ তিনিও মেয়ের প্রশ্নের উত্তর দেন সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে তিনি লেখেন , ‘দ্যাট ইউ আর বিকামিং সো ডিসঅবিডিয়েন্ট ৷ ’ যার মানে তুমি এত কথা শুনছো না সেটাই কারণ ৷
Photo Courtesy- Sourav Ganguly/ Instagram Handle Photo Courtesy- Sourav Ganguly/ Instagram Handle
advertisement
অন্য মেয়ে হলে কি হত বাবা-র বকা তাও আবার প্রকাশ্যে সেখানেই থেমে যেত ৷ কিন্তু এ মেয়ে কি যে সে মেয়ে ৷ এ দাদা-র মেয়ে ৷ সেখানেই সেও দেয় পাল্টা ৷ সে লেখে, ‘লার্নিং ফ্রম ইউ’ -অর্থাৎ তোমার থেকে শিখছি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাপ কি বেটি...সৌরভকে পাল্টা দিলেন সানা, বুঝিয়ে দিলেন কার মেয়ে তিনি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement