IPL Auction 2020: দর হাঁকাহাকি, ক্রিকেটার তোলা, তবে নজর কাড়লেন নিলাম টেবলে থাকা এই রহস্য সুন্দরী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চিনে নিন এই সুন্দরীকে
#কলকাতা : আইপিএল মানেই টাকা-ক্রিকেট-গ্ল্যামারের পাঞ্চ ৷ ২০২০ আইপিএল নিলাম ঘিরেও উত্তেজনা ছিল তুঙ্গে ৷ কোন ক্রিকেটার কোন দল পেলেন, কোন দল কতটা ভালো গুছোন হল , এসব নিয়ে অনেক কথা হয়ে গেছে ৷ তবে জানেন কি এবারের আইপিএল নিলামে নজর কাড়লেন এক রহস্যময়ী সুন্দরী ৷ না কোনও বলিউড বিউটি নন ৷ কারণ প্রীতি জিন্টা, জুহি চাওলারা নিয়মিতই আইপিএল নিলাম থেকে মাঠে যাতায়াত দেখাই যায় ৷ এছাড়াও গত মরশুমগুলিতে মালতী চাহার থেকে দীপিকা ঘোষের মত সুন্দরীরাও শিরোনাম ছিনিয়ে নিয়েছেন ৷
তবে এবারের আইপিএল নিলামে ভিভিএস লক্ষ্মণের পাশে বসে থাকা সুন্দরীতে দৃষ্টি আটকাল সকলেরই ৷ টেবলে বসেছিলেন মুথাইয়া মুরলীধরণ, ট্রেভর মর্গ্যান, কোচ ট্রেভর বেলিস ৷ ক্যামেরায় বারবার ধরা পড়লেন এই রহস্যময়ী সুন্দরী ৷ হায়দরাবাদ সানরাইজার্স ৷
advertisement
এই রহস্যময়ী নারীর নাম কাব্যা মারন ৷ ১৯৯২ সালের ৬ অগাস্ট জন্মেছেন কাব্যা, তাঁর বয়স ২৭ বছর ৷ ইনি এর আগে নিয়মিত সানারাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকতেন ৷ সেই মেয়েই এবার গ্যালারি থেকে একেবারে নিলামের টেবলে ৷ সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কলানিধি মারন ৷ কাব্যা প্রকৃত ক্রিকেটপ্রেমী ৷ কাব্যা কলানিধি -র কন্যা ৷ এই মুহূর্তে তিনি সান মিউজিক, ও সান টিভি-র এফএম চ্যানেলগুলি দেখাশুনো করার দায়িত্বে রয়েছেন ৷
advertisement
কাব্যা তামিলনাড়ুর চেন্নাইতে বড় হয়ে উঠেছেন তিনি, করেছেন এমবিএ ৷ ২০১৮ সালের উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচে প্রথম নজর কেড়েছিলেন তিনি ৷
আরও দেখুন
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2019 2:12 PM IST