ICC Ranking: ক্রমতালিকার এগোলেন ম্যান অফ দ্য সিরিজ কেএল রাহুল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দারুণ ফর্মে কেএল রাহুল, ফল হাতেহাতে
#দুবাই : আইসিসি ক্রমতালিকায় দু' নম্বরে উঠে এলেন কেএল রাহুল ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ২২৪ রান করেছিলেন কেএল রাহুল ৷ দুরন্ত এই ব্যাটিংয়ের সুবাদে একদিন আগেই ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি ৷ আর সোমবারের আইসিসি ক্রমতালিকা বেরোতেই দু নম্বরে চলে এলেন কেএল রাহুল ৷
এবারের সিরিজে কেএল রাহুল করেছেন ৫৬, ৫৭*, ২৭, ৩৯, ৪৫ করে রান করেছেন ৷ এখন আইসিসি পয়েন্ট অনুযায়ি তাঁর দখলে রয়েছে ৮২৩ পয়েন্ট ৷ বাবর আজম এই তালিকার শীর্ষে রয়েছেন , তাঁর পয়েন্ট ৮৭৯ ৷
advertisement
advertisement
এই মুহূর্তে শুধু ব্যাট হাতেই নয় গ্লাভস হাতেও কেএল রাহুল উইকেটকিপিং করছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ ঋষভ পন্থের হাত থেকে উইকেটকিপিংয়ের ব্যাটন নিয়েছেন তিনি ৷ শিখর ধওয়ান চোট পাওয়ার পর দায়িত্ব নিয়েই ওপেনিং স্লটে রোহিত শর্মার পার্টনার হয়েছেন ৷ রাহুল মিডল অর্ডারের সমস্যা মিটিয়ে দিয়েছেন ৷
advertisement
⬆️ KL Rahul ⬆️ Rohit Sharma
The India openers have made significant gains in the latest @MRFWorldwide ICC T20I Player Rankings for Batting Full rankingshttps://t.co/EdMBslOYFe pic.twitter.com/h5K1fgkyiD — ICC (@ICC) February 3, 2020
এদিকে রোহিত শর্মাও টি টোয়েন্টি ক্রমতালিকায় ১০ -র মধ্যে ঢুকেছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2020 8:55 PM IST