#ওয়েলিংটন : দিন কয়েক আগেই নিজের মেয়ে আইরার ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মহম্মদ শামি ৷ সরস্বতী পুজোর দিনে আইরার শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন ভারতীয় স্পিডস্টার ৷ ইনস্টাগ্রামে নিজের মেয়ের ছবি পোস্টের দিন কয়েকের মধ্যেই ফের সুখবর দিলেন ৷ নিজের হ্যান্ডেল ছবি পোস্ট করে পরিবারের নয়া সদস্যকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ৷
সরস্বতী পুজোর দিন আইরার ছবি পোস্ট করে মহম্মদ শামি লিখেছিলেন খুব সুন্দর দেখাচ্ছে তোমায় বেটা, তোমাকে খুব ভালোবাসি, ইশ্বর তোমার মঙ্গল করুন ৷
আরও পড়ুন - #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর... দেখুন Tiktok ভিডিও
শামির মেয়ের সেই মিষ্টি ছবি মুহূর্তেই হয়েছিল ভাইরাল ৷
View this post on InstagramLooking so sweet beta love you so muchgod bless you beta see you soon
One more baby girl in my family,Congratulations on the birth of your cute princess, May she grow up with love and gracious heart. Welcome to the world little one. Congratulations for brother family, অর্থাৎ - আমার পরিবারে আরওএকটি কন্যা সন্তান ৷ নবজাতিকাকে বিশেষ অভিনন্দন ৷ বড় হৃদয় ও প্রেমের আবহাওয়ায় তুমি বড় হয়ে ওঠ ৷ এই পৃথিবীতে তোমায় স্বাগত খুদে ৷ আমার ভাইয়ের পরিবারকেঅভিনন্দন ৷
One more baby girl in my familyCongratulations on the birth of your cute princess, May she grow up with love and gracious heart. Welcome to the world little one. Congratulations for brother family pic.twitter.com/ViCGMrrxTo
— Mohammad Shami (@MdShami11) February 3, 2020
পরিবারের নতুন সদস্যকে যেভাবে স্বাগত জানিয়েছেন মহম্মদ শামি , তাতে মুগ্ধ নেটিজেনরা ৷ খুদের জন্য বিভিন্ন প্রান্ত থেকে আশীর্বাদ ও শুভকামনা জানাচ্ছেন সকলেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Mohammed Shami