#Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর... দেখুন Tiktok ভিডিও

Last Updated:

পাকিস্তানি সুন্দরীর লজ্জা পাওয়া ঘুম উড়িয়েছে যুবকদের

#কলকাতা: ভাইরাল ভিডিও এখন ট্রেন্ডিং নিউজের ওপরের সারিতে থাকে ৷ আর সেই ট্রেন্ডিং নিউজের তালিকায় কোনও দেশ কালের সীমা নেই ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল পাকিস্তানি একটি Tiktok ভিডিও  ৷ রক দ্য ওয়ার্ল্ড নামের একটি হ্যান্ডেল এখন রীতিমতো জনপ্রিয় ৷ চারজন পাক সুন্দরীর এই গ্রুপে লক্ষ ফলোয়ার এবং লাইকের সংখ্যাও লক্ষাধিক ৷
এই গ্রুপের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ যেখানে মিষ্টি একটি প্রেমের গল্প বলা হয়েছে ৷ ২০০২ -র বলিউড ছবি ‘হাম কিসিসে কম নেহি’ -র গানে একটি দাম্পত্যের আঙ্গিক তুলে ধরেছেন ৷ বলিউডের সেই ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত ৷ যে গানটি এই পাকিস্তানি Tiktok Video  তে রয়েছে সেটা হল - ‘আয়া দুলহে রাজা গোরি খোল দরওয়াজা’৷
advertisement
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল রঙের সালোয়ার কুর্তা পরে এক ভদ্রমহিলা ঘর ঝাঁড় দিচ্ছেন ৷ হঠাৎই দরজায় এসে যায় মেয়েটির স্বামী ৷ হাতে একগুচ্ছ ফুল ৷ আর মেয়েটি সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছে নিজের বেডরুমে ৷ আর স্বামী অধীর আগ্রহে দরজায় ধাক্কা দিচ্ছেন কখন তাঁর স্ত্রী দরজা খুলবেন ৷
advertisement
advertisement
আসলে একেবারে প্রথম প্রথম বিয়ের পর স্বামী-স্ত্রী-র সম্পর্ক যেভাবে তৈরি হয় তার স্বাদই দর্শকরা এই ভিডিও থেকে পাচ্ছেন ৷ আর সেই কারণেই এই ভিডিও ভাইরাল ৷ পাকিস্তানের ভিডিও দেশের সীমা অতিক্রম করে ভার্চুয়াল মিডিয়ায় দাপট দেখাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর... দেখুন Tiktok ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement