#কলকাতা: ভাইরাল ভিডিও এখন ট্রেন্ডিং নিউজের ওপরের সারিতে থাকে ৷ আর সেই ট্রেন্ডিং নিউজের তালিকায় কোনও দেশ কালের সীমা নেই ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল পাকিস্তানি একটি Tiktok ভিডিও ৷ রক দ্য ওয়ার্ল্ড নামের একটি হ্যান্ডেল এখন রীতিমতো জনপ্রিয় ৷ চারজন পাক সুন্দরীর এই গ্রুপে লক্ষ ফলোয়ার এবং লাইকের সংখ্যাও লক্ষাধিক ৷
এই গ্রুপের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ যেখানে মিষ্টি একটি প্রেমের গল্প বলা হয়েছে ৷ ২০০২ -র বলিউড ছবি ‘হাম কিসিসে কম নেহি’ -র গানে একটি দাম্পত্যের আঙ্গিক তুলে ধরেছেন ৷ বলিউডের সেই ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত ৷ যে গানটি এই পাকিস্তানি Tiktok Video তে রয়েছে সেটা হল - ‘আয়া দুলহে রাজা গোরি খোল দরওয়াজা’৷
আরও পড়ুন - #Viral: নিউজিল্যান্ডের মাঠে অনুষ্কার নামে যা বললেন ভারতীয় ফ্যানরা, দেখুন ভাইরাল Tiktok Video
ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল রঙের সালোয়ার কুর্তা পরে এক ভদ্রমহিলা ঘর ঝাঁড় দিচ্ছেন ৷ হঠাৎই দরজায় এসে যায় মেয়েটির স্বামী ৷ হাতে একগুচ্ছ ফুল ৷ আর মেয়েটি সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছে নিজের বেডরুমে ৷ আর স্বামী অধীর আগ্রহে দরজায় ধাক্কা দিচ্ছেন কখন তাঁর স্ত্রী দরজা খুলবেন ৷
Aye dulhe raja#cynthia_bebz #benishfam #malaysia #beautifulsunset #pakistan #india #hollwood♬ original sound - Dukhi Azadul Hasan@sjgroup_777
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TikTok Video, Viral Video, টিকটক ভিডিও, ভাইরাল ভিডিও