#Viral: নিউজিল্যান্ডের মাঠে অনুষ্কার নামে যা বললেন ভারতীয় ফ্যানরা, দেখুন ভাইরাল Tiktok Video

#Viral: নিউজিল্যান্ডের মাঠে অনুষ্কার নামে যা বললেন ভারতীয় ফ্যানরা, দেখুন ভাইরাল Tiktok Video
Photo Courtesy- Tiktok Video Grab

ভাইরাল টিকটক ভিডিও এখন সোশ্যাল মিডিয়া দাপাচ্ছে

  • Share this:

#ওয়েলিংটন : ভারত বনাম নিউডিল্যান্ড টি টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টিম বিরাট ৷ ব্যাটিং -বোলিং থেকে ফিল্ডিং সবকিছুই একেবারে পারফেক্ট ৷ বিভিন্ন ম্যাচ সিচুয়েশনে সঠিক ম্যাচ রিডিং দেখিয়েছেন সিনিয়র থেকে জুনিয়র ক্রিকেটাররা ৷ সব মিলিয়ে ৫-০ হোয়াইট ওয়াশের কৃতিত্বের পাশাপাশি ইতিহাস তৈরি করেছে ৷ পৃথিবীর প্রথম দেশ হিসেবে টি টোয়েন্টিতে ৫-০ সিরিজ জিতেছে তারা  ৷

সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল তাই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক বিরাট কোহলিকে ৷ অধিনায়কত্বের ব্যাটন সামলেছিলেন রোহিত শর্মা ৷ চমৎকার পারফরম্যান্স টিমের ৷ দলের পারফরম্যান্সে অবদান ছিল কেএল রাহুল, রোহিত ও বল হাতে সুপার পারফরম্যান্স ছিল বুমরাহের ৷ এদিকে এই মাঠেই এক ব্যক্তি হঠাৎ করেই অনুষ্কার নাম ধরে চিৎকার করতে শুরু করেন ৷ তখন মাঠে ছিলেন বিরাট কোহলিও ৷ দলের সঙ্গে মাঠ ছাড়ছিলেন তিনি ৷

আরও পড়ুন - #Viral : শামির খুদে কন্যার মিষ্টি গানে মজে নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

যখন বিরাট - অনুষ্কার প্রেমপর্ব চলছিল তখন একাধিকবার নিন্দুকরা কোহলির পারফরম্যান্সের জন্য অনুষ্কার উপস্থিতিতে দায়ি করতেন ৷সে সময় বিরাট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিষয়টির প্রতিবাদ করেছিলেন তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে ৷ এখন পারফেক্ট কাপলের উদাহরণ বিরুষ্কা ৷ দেশের তরুণ বাহিনীকে প্রেমের শিক্ষা দেন তাঁরা ৷ অন্যদিকে কেরিয়ারের ক্ষেত্রেও দু'জনেই সেরা পারফরম্যান্স দিচ্ছেন ৷ তবে এবার অনুষ্কার নাম এল অন্যভাবে ৷ দেখে নিন সেই ভাইরাল টিকটক ভিডিওটি ৷

@nzpb08
#viratkohli #wellingtonnz #newzealand ♬ original sound - nzpb08

তবে অবশ্য অনুষ্কার নামে জয়ধ্বনিতেও অবশ্য পাত্তা দেননি ৷ তিনি নিজের মতোই ড্রেসিংরুমে দল নিয়ে ঢুকে গেছেন ৷ তবে Tiktok ভিডিওটি ভাইরাল হয়েছে {

 
First published: February 3, 2020, 1:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर