IPL 2021: করোনার দ্বিতীয় ঢেউয়ে ছিন্নভিন্ন ভারত, করোনার বিরুদ্ধে লড়তে ৫০ হাজার ডলার অনুদান নাইট ক্রিকেটারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মিলিয়ন ডলার টুর্নামেন্টে খেলা ক্রিকেটার তুলে ধরলেন নিজের মানবিক মুখ৷
#কলকাতা: KKR -র জার্সিতে খেলতে এসেছেন প্যাট কামিন্স৷ সোমবার তিনি একটি দারুণ ঘোষণা করলেন ৷ ভারতের অত্যন্ত সংকটজনক করোনা পরিস্থিতিতে লড়াই করার জন্য ৫০ হাজার ডলার অনুদান দিলেন পিএম কেয়ার্স ফান্ডে৷ তিনি Kolkata Knight Riders-র ফাস্ট বোলার৷ তিনিই এবারের আইপিএলে (IPL 2021) খেলা প্রথম ক্রিকেটার যিনি এইভাবে করোনা যুদ্ধে অনুদান দিলেন৷ প্যাট কামিন্স (Pat Cummins ) নিজের বিবৃতিতে জানিয়েছেন তাঁর অনুদান হয়তো খুব সামাণ্য৷ তবু এটা হয়ত কাউকে সামাণ্য হলেও সাহায্য করবে৷
কামিন্স আরও লিখেছেন, ‘‘ আমি আমার সতীর্থ আইপিএল প্লেয়ারদের উৎসাহিত করছি তার সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের যে কেউ যে ভারতের উদারতা ও মহানুভবতাকে মানেন তাঁরাও অনুদান দিতে পারেন৷ আমি ৫০ হাজার ডলার দিয়ে শুরু করলাম৷
আইপিএলে ২০২০ -র নিলামে বিশাল পরিমাণ ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনে নিয়েছিল কেকেআর৷ তিনি জানিয়েছেন আবেগকে এবার কার্যকারী রূপ দেওয়ার সময় এসে গেছে৷ এবার অন্যদের সাহায্য করার সময়৷
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘এক একটা সময়ে নিজেদের হাত পা বাঁধা মনে হচ্ছে৷ আমার বিভিন্ন সময়েই সেটা মনে হয়েছে৷ কিন্তু আমি আশা করছি সকলের কাছে আমার এই আবেদন যে এবার নিজেদের আবেগকে নিয়ন্ত্রিত না করে কার্যকরী যোগদান করুন৷ এটা কারোর জন্য পার্থক্য তৈরি করে দেবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2021 4:56 PM IST