Ind vs WI : ঝকঝকে বিরাট-শ্রেয়স, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোর 279/7

Last Updated:

ভারত ৭ উইকেটে ২৭৯ রান করল ৫০ ওভারে

#পোর্ট অফ স্পেন : প্রথম একদিনের ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টির কারণে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচেও নামল বৃষ্টি ৷ এদিন ম্যাচের ৪২.২ ওভারে বৃষ্টি নামে ৷তখন ভারতের স্কোর ৪ উইকেটে ২৩৩ ৷ তবে এদিন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি ৷ যার জেরে ভারত প্রথম ইনিংস ফের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় ৷ অধিনায়ক বিরাটের সঙ্গে তরুণ শ্রেয়স দু‘জন মিলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রান একটা ভালো জায়গায় রাখলেন ৷ভারত ৭ উইকেটে ২৭৯ রান করল ৫০ ওভারে ৷
বিরাট কোহলির ফের শতরান ৷ আর মূলত ক্যাপ্টেন কোহলির ব্যাটে ভর দিয়েই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভদ্রস্থ রানের দিকে ভারত । এদিন টসে জিতে প্রথমে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি । তবে এদিন শুরুতেই শিখর ধাওয়ানকে আউট করে দেন কর্টরেল । অন্য ওপেনার রোহিত শর্মাও এদিন বিশেষ দাগ কাটতে পারেননি । তিনি ৩৪ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
advertisement
চার নম্বরে নেমে ঋষভ পন্থের অবদান ২০ ৷ তাঁকে আউট করে দেন কার্লোস ব্র্যাথওয়েট ৷ এরপর তরুণ শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন বিরাট কোহলি ৷
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নিজের অষ্টম শতরান সেরে ফেললেন বিরাট কোহলি ৷ পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারের ৪২ তম শতরান সেরে নিলেন ক্যাপ্টেন কোহলি ৷ এদিনের বিরাট ১১২ বলে ১০০ রান করেন তিনি ৷ শতরান সাজানো ১০ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ ১২৪ বলে ১২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি ৷ এরপর অধিনায়কের সঙ্গে দাগ কাটার মতো ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার ৷ তিনি ৬৮ বলে ৭১ রান করে আউট হন ৷ তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি ৪ ও ১ টি ছয় ৷
advertisement
বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচের দল এদিন অপরিবর্তিত রেখেছিল ভারত ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI : ঝকঝকে বিরাট-শ্রেয়স, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোর 279/7
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement