#IndvsNZ: উড়লেন রবীন্দ্র জাডেজা, দেখে নিন ‘সুপারম্যান’ ক্যাচের ভাইরাল ভিডিও

Last Updated:

এই ক্যাচ না দেখা থাকলে কিন্তু সত্যিই বড় মিস

#ক্রাইস্টচার্চ : রবিচন্দ্রন অশ্বিনের বদলে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা ৷ বোলিংয়ের পাশাপাশি জাডেজার ব্যাটিং স্কিল মাথায় রেখেই দলে সুযোগ পেয়েছিলেন জাডেজা ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯ রান করেছিলেন তিনি ৷ তবে প্রথম ইনিংসে বোলার ও ফিল্ডার হিসেবে দলকে একেবারে ভরপুর পয়সা উসুল করলেন জাডেজা ৷ এদিন প্রথম ইনিংসে দুটি উইকেট নেন তিনি পাশাপাশি নেন দুটি দুরন্ত ক্যাচ ৷
রবীন্দ্র জাডেজা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফিল্ডার এটা বহু চর্চিত ৷ রবিবারের ক্রাইস্টচার্চে আরও একবার প্রমাণ হল সেই কথা ৷ এদিন ওয়াটলিং ও ওয়েঙ্গারের ক্যাচ নেন দারুণভাবে ৷ দেখে নিন সুপারম্যান ক্যাচের ভিডিও ৷
advertisement
advertisement
প্রথম দিনের শেষে বিনা উইকেটে ৬৩ রান ছিল নিউজিল্যান্ডের ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে রস টেলরের উইকেট তুলে নেন এই অলরাউন্ডার ৷ এরপর ১৪ তম ওভারেও তাঁর বল লাগে টম ল্যাথামের হেলমেটে ৷
advertisement
advertisement
নিউজিল্যান্ডের ইনিংসের ৬০ তম ওভারে ফের উইকেট পান রবীন্দ্র জাডেজা ৷ তাঁর আগে তাঁর বোলিং স্পেল ছিল স্বপ্নের মতো ৷ সেখানে ৫ওভারে ১ টি মেডেন দিয়ে ১১ রানে ১ টি উইকেট নিয়ে নেন তিনি ৷ তুলে নেন কলিম ডে গ্র্যান্ডহোমের উইকেট ৷ তিনি তন ২৬ রানে ব্যাট করছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
#IndvsNZ: উড়লেন রবীন্দ্র জাডেজা, দেখে নিন ‘সুপারম্যান’ ক্যাচের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement