#ক্রাইস্টচার্চ : রবিচন্দ্রন অশ্বিনের বদলে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা ৷ বোলিংয়ের পাশাপাশি জাডেজার ব্যাটিং স্কিল মাথায় রেখেই দলে সুযোগ পেয়েছিলেন জাডেজা ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯ রান করেছিলেন তিনি ৷ তবে প্রথম ইনিংসে বোলার ও ফিল্ডার হিসেবে দলকে একেবারে ভরপুর পয়সা উসুল করলেন জাডেজা ৷ এদিন প্রথম ইনিংসে দুটি উইকেট নেন তিনি পাশাপাশি নেন দুটি দুরন্ত ক্যাচ ৷
রবীন্দ্র জাডেজা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফিল্ডার এটা বহু চর্চিত ৷ রবিবারের ক্রাইস্টচার্চে আরও একবার প্রমাণ হল সেই কথা ৷ এদিন ওয়াটলিং ও ওয়েঙ্গারের ক্যাচ নেন দারুণভাবে ৷ দেখে নিন সুপারম্যান ক্যাচের ভিডিও ৷
Name : Jadeja Job : Grabbing a Stunner on the fieldpic.twitter.com/ZJwddO4zfV
— TCH 2.0™ (@TCH_Army) March 1, 2020
SIR RAVINDRA #jadeja the best #catch #indiavsnewzealand #INDvsNZ #INDvNZtestmatch pic.twitter.com/cnvH8ndAQJ
— tan_tan_tiglo (@broke_designer) March 1, 2020
প্রথম দিনের শেষে বিনা উইকেটে ৬৩ রান ছিল নিউজিল্যান্ডের ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে রস টেলরের উইকেট তুলে নেন এই অলরাউন্ডার ৷ এরপর ১৪ তম ওভারেও তাঁর বল লাগে টম ল্যাথামের হেলমেটে ৷
Here it is, wicket No.2 for @imjadeja as de Grandhomme is bowled for 26. New Zealand 177/8 https://t.co/VTLQt4iEFz #NZvIND pic.twitter.com/20iERxzjru
— BCCI (@BCCI) March 1, 2020
If you were to describe @imjadeja's blinder in a emoji, what would it be ? We will go with#NZvIND pic.twitter.com/72y8leAlkL
— BCCI (@BCCI) March 1, 2020
নিউজিল্যান্ডের ইনিংসের ৬০ তম ওভারে ফের উইকেট পান রবীন্দ্র জাডেজা ৷ তাঁর আগে তাঁর বোলিং স্পেল ছিল স্বপ্নের মতো ৷ সেখানে ৫ওভারে ১ টি মেডেন দিয়ে ১১ রানে ১ টি উইকেট নিয়ে নেন তিনি ৷ তুলে নেন কলিম ডে গ্র্যান্ডহোমের উইকেট ৷ তিনি তন ২৬ রানে ব্যাট করছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।