হোম /খবর /খেলা /
#IndvsNZ: উড়লেন রবীন্দ্র জাডেজা, দেখে নিন ‘সুপারম্যান’ ক্যাচের ভাইরাল ভিডিও

#IndvsNZ: উড়লেন রবীন্দ্র জাডেজা, দেখে নিন ‘সুপারম্যান’ ক্যাচের ভাইরাল ভিডিও

Photo Courtesy- Doordarshan Video Grab

Photo Courtesy- Doordarshan Video Grab

এই ক্যাচ না দেখা থাকলে কিন্তু সত্যিই বড় মিস

  • Last Updated :
  • Share this:

#ক্রাইস্টচার্চ : রবিচন্দ্রন অশ্বিনের বদলে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা ৷ বোলিংয়ের পাশাপাশি জাডেজার ব্যাটিং স্কিল মাথায় রেখেই দলে সুযোগ পেয়েছিলেন জাডেজা ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯ রান করেছিলেন তিনি ৷ তবে প্রথম ইনিংসে বোলার ও ফিল্ডার হিসেবে দলকে একেবারে ভরপুর পয়সা উসুল করলেন জাডেজা ৷ এদিন প্রথম ইনিংসে দুটি উইকেট নেন তিনি পাশাপাশি নেন দুটি দুরন্ত ক্যাচ ৷

রবীন্দ্র জাডেজা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফিল্ডার এটা বহু চর্চিত ৷ রবিবারের ক্রাইস্টচার্চে আরও একবার প্রমাণ হল সেই কথা ৷ এদিন ওয়াটলিং ও ওয়েঙ্গারের ক্যাচ নেন দারুণভাবে ৷ দেখে নিন সুপারম্যান ক্যাচের ভিডিও ৷

প্রথম দিনের শেষে বিনা উইকেটে ৬৩ রান ছিল নিউজিল্যান্ডের ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে রস টেলরের উইকেট তুলে নেন এই অলরাউন্ডার ৷ এরপর ১৪ তম ওভারেও তাঁর বল লাগে টম ল্যাথামের হেলমেটে ৷

নিউজিল্যান্ডের ইনিংসের ৬০ তম ওভারে ফের উইকেট পান রবীন্দ্র জাডেজা ৷ তাঁর আগে তাঁর বোলিং স্পেল ছিল স্বপ্নের মতো ৷ সেখানে ৫ওভারে ১ টি মেডেন দিয়ে ১১ রানে ১ টি উইকেট নিয়ে নেন তিনি ৷ তুলে নেন কলিম ডে গ্র্যান্ডহোমের উইকেট ৷ তিনি তন ২৬ রানে ব্যাট করছিলেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: Indis vs NewZealand, Ravindra Jadeja, Viral Video